খবররাজ্যসর্বশেষ

কর্মসংস্থান বাড়াতে সবুজসাথী প্রকল্পের সাইকেল কারখানা হবে বাংলায়

এবার বাংলার কর্মসংস্থানের নতুন উদ্যোগ নিতে চলেছে মমতা সরকার। কর্মসংস্থান বৃদ্ধির সুবিধার্থে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বাংলাতেই তৈরি হওয়ার জন্য কারখানা তৈরীর উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার সুবিধার জন্য সবুজসাথী প্রকল্পের আওতায় থাকা ছাত্র-ছাত্রীদের সাইকেল বিলি করা হয়েছিল (Cycles Are Distributed To Students According To The WB Sabooj Sathi Prakalpa)। রাজ্য সরকারের তরফ থেকে সোমবার নবান্নের ভার্চুয়াল মিটিংয়ে চার জেলার আধিকারিকের সঙ্গে সিদ্ধান্ত হয় কারখানা তৈরির এই উদ‍্যোগের।

করোনা পরিস্থিতির জন্য সাইকেল বিলি করার যে প্রক্রিয়ার কাজ বন্ধ রয়েছে তা সত্ত্বর শুরু করার কথা এবং প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের বাড়ি গিয়ে সাইকেল বিলি করার কথাও মুখ‍্যমন্ত্রী জানান। সবুজ সাথী প্রকল্পের আওতায় থাকা ছাত্র-ছাত্রীদের নামের তালিকা কয়েকদিনের মধ্যে তৈরি করেই, সেপ্টেম্বরের মধ্যেই সাইকেল বিতরণের কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে তিনি বলেন বিগত শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় দুই লক্ষ ছাত্র-ছাত্রীকে সাইকেল দেওয়া হয়নি। তাই ২০২০-২১ শিক্ষাবর্ষে যত ছাত্র-ছাত্রী সবুজসাথী প্রকল্পের আওতায় আছে সকলে সাইকেল পাবে। অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ ভিন রাজ্য থেকে আমদানি না করে বাংলায় সাইকেল কারখানা গড়ে তোলার কথা। দেশে যে পরিমাণ সাইকেল তৈরি হয় তার অধিকাংশ বাংলায় আসে।

মুখ‍্যমন্ত্রী জানান প্রতিবছর প্রচুর পরিমাণে সাইকেল পশ্চিমবাংলার প্রয়োজন হয় ছাত্র-ছাত্রীদের দেওয়ার জন্য। তা ছাড়াও বহু সাধারণ মানুষ‌ও সাইকেল কেনেন। সে ক্ষেত্রে এখানে সাইকেলের কারখানা তৈরি হলে শিল্পের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে জানান মুখ‍্যমন্ত্রী।