বিনোদনভাইরালসর্বশেষ

চলুন জেনে নেই শান্ত, সদা হাস্যময় সুশান্তের জীবনের করুণ গল্প

জুন মাসের ১৪ তারিখে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন। কিন্তু তার শান্ত স্বভাবের জন্য আমাদের পক্ষে তাকে ভুলে যাওয়া অসম্ভব। তিনি অনেকগুলো ছবিতে নজরকাড়া অভিনয়ের মাধ্যমে প্রত্যেকের মন জয় করেছিলেন।তার এই করুণ পরিণতির জন্য আমাদের প্রত্যেকেরই মন কেঁদে উঠছে। চলুন সংক্ষেপে জেনে নেই তার জীবনের উত্থান পতনের কাহিনী (Sad Life Story of Sushant Singh Rajput)।

জন্ম
১৯৮৬ সালের জানুয়ারি মাসের ২১ তারিখে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা তে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ণিয়া জেলার মালদিহা গ্রামে জন্ম নেন। তার বাবা ও মায়ের নাম যথাক্রমে কৃষ্ণ কুমার সিংহ এবং উষা সিং। ২০০২ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি তার মাকে হারান। ফলে তিনি খুব বিষন্ন হয়ে পড়েন। এরপর তার পুরো পরিবার পাটনা থেকে দিল্লিতে চলে আসে।

স্কুল জীবন
তিনি বিহারের সেন্ট কারেন্ট উচ্চ বিদ্যালয় এবং নিউ দিল্লির কুলাচি হাঁসরাজ মডেল স্কুল থেকে তার স্কুল জীবন সম্পন্ন করেন। এরপর তিনি ডিসিই (DCE) ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেন। এরপর দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে বিটেক কোর্সে ভর্তি হন। এছাড়াও তিনি পদার্থবিদ্যায় জাতীয় অলিম্পিয়াড পদক লাভ করেন। অধিকন্তু তিনি ১১ টি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষাতে বসেন এবং সফলতার সঙ্গে উত্তীর্ণ হন।

অভিনয় সূত্রপাত
পরবর্তীকালে তিনি অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গঠন করার কথা চিন্তা ভাবনা করেন। তিনি তার এক বন্ধুর দেখে নাচের ক্লাসে যোগদান করার উৎসাহ পান। এরপর তিনি নৃত্য এবং অভিনয়ের ক্লাসে যোগদান করেন।তিনি শ্যামক দাবরের নৃত্যের ক্লাসে যোগ দেন। ফলে পড়াশোনার জন্য সময় কমে যায়। ফলে তিনি ইঞ্জিনিয়ারিং এ অনেকগুলো পরীক্ষায় ফেল করে বসেন। ফলে তাকে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিতে হয়।

অভিনয়
২০০৮ সালে সর্বপ্রথম বালাজি টেলিফিল্ম, কিস দেশ মে হে মেরা দিল সিরিয়ালে প্রীত জুনেজার চরিত্রে এক্টিং শুরু করেন। কিন্তু তিনি ২০০৯ সালে পবিত্র রিস্তা ধারাবাহিকে মানবের চরিত্রে এক্টিং শুরু করেন যা তাকে খ্যাতি এনে দেয়। আর সেই সময় তিনি তার জীবনের সঙ্গী খুঁজে পান।

সিনেমাতে অভিনয়
২০১৩ সালের শুরুর দিকে ডিরেক্টর অভিষেক কাপুরের কই পো চে সিনেমাতে সুশান্ত ডেবিউ করেন। এই ছবিটা সমালোচকগণ প্রচুর প্রশংসা করেন এবং বক্সঅফিসেও লক্ষী এনে দেয়। পরবর্তীকালে মণীশ শর্মার শুদ্ধ দেশি রোমান্স’ ছবিতে পরিণীতি ও বাণীর সঙ্গে অভিনয় করেন। এই ছবিটিও বক্স অফিসে হিট হয়। তাছাড়াও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী সিনেমাতে বাংলার অন্যতম বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।

রিলেশনশিপ
সুশান্ত সিং রাজপুত তার সহ-অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সঙ্গে ছয় বছর ব্যাপী সম্পর্কে ছিলেন। ২০১৬ সালে তাদের ব্রেকআপ হয়।

আরোও পড়ুন: সুশান্তের নিজের লেখা ডায়েরির কিছু অংশবিশেষ।

সিনেমার তালিকা
সুশান্তের অভিনীত সিনেমার তালিকা গুলি দেওয়া হল

সিনেমার নামসালভূমিকা মন্তব্য
১.কই পো চে ২০১৩ ঈশান ভাট ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত
২.শুধ দেশী রোমান্স ২০১৩রঘু রাম
৩.পিকে ২০১৪ সরফরাজ ইউসুফ (সহশিল্পী)
৪.ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী! ২০১৫ ব্যোমকেশ বক্সী
৫.এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি২০১৬ মহেন্দ্র সিং ধোনিফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার জন্য মনোনয়নপ্রাপ্ত
৬.রাবতা ২০১৭ বৈভব
৭.ওয়েলকাম টু নিউ ইয়র্ক২০১৮নিজেই
৮.কেদারনাথ ২০১৮ মনছুর খান
৯.সনচিড়িয়া২০১৯লাখনা
১০.ছিছোড়ে ২০১৯আন্নি
১১.ড্রাইভ ২০১৯সমর কাপুর
১২.দিল বেচারা ২০২০ম্যানি

মৃত্যু
২০২০ সালের জুন মাসের ১৪ তারিখে এই বিখ্যাত বলিউড অভিনেতা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণের কারণ এখনও স্পষ্ট নয়।

মৃত্যুপরবর্তী রিলিজ
তার মৃত্যুর পূর্বে তিনি দিল বেচারার (DIl Bechara Movie) সমস্ত অভিনয় শেষ করে ফেলেছিলেন। এই ছবিটি জুলাই মাসের ২৪ তারিখে রিলিজ করা হয়। আর এটি লোকের ভালোবাসা অর্জন করে। মূলত এটিকে অনলাইন প্লাটফর্ম হটস্টারে (Dil Bechara is released on Hotstar) রিলিজ করা হয়েছিল। একসঙ্গে প্রচুর দর্শক দেখা শুরু করে দেওয়ায় হটস্টার ক্রাশ করে যায়। তাছাড়া আইএমডিবিতে এটি ৯ রেটিং লাভ করে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।