লম্বা চুল থাকলে স্বামীর দিকে ফিরে তাকাতেন না ধোনি পত্নী সাক্ষী
মহেন্দ্র সিং ধোনি,শুধুমাত্র দুর্দান্ত খেলোয়াড় হিসেবে নয় তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের সেরা অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন তিনি। খেলার পাশাপাশি তাঁর হেয়ার স্টাইল জনপ্রিয় হয়েছিল সমানভাবে। তখনকার পুরুষেরা একচেটিয়া বড় চুল রাখতে শুরু করেছিলেন মহেন্দ্র সিং ধোনি কে দেখে। আমরা যেরকম ক্রিকেটারদের দেখে অভ্যস্ত, মাহি ছিলেন একেবারেই অন্যরকম। তার লম্বা চুলের অনুরাগী ছিলেন অনেকেই। প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ছিলেন তার লম্বা চুলের অনুরাগী। প্রকাশে তিনি ধোনি কে অনুরোধ করেছিলেন যে, চুলের স্টাইল না বদলানোর জন্য। (Cricket Xossip : Sakshi Singh the wife of Dhoni dislikes the long hair of MS Mahendra Singh)
মহেন্দ্র সিং ধোনি বরাবর তার হেয়ার স্টাইল বদলাতে পছন্দ করেন। কখনো তাকে দেখা যায় লম্বা চুলে, কখনোবা আমার সম্পূর্ণ মাথা মুড়িয়ে দেখতে পাওয়া যায় তাকে। তবে সকলের পছন্দ হলেও মহেন্দ্র সিং ধোনির একমাত্র স্ত্রী সাক্ষী ধোনির কিন্তু একেবারে অপছন্দ মাহির এই বিখ্যাত হেয়ার স্টাইল।
সাক্ষীর ৩২ তম জন্মদিনে চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। সেই ভিডিওটিতে দেখা যায় যে,স্বামী র লম্বা চুল সম্পর্কে অর্ধাঙ্গিনী নিজের মতামত জানাচ্ছেন।
সাক্ষীর কথা অনুযায়ী, প্রথম যখন সাক্ষাৎ হয়েছিল, তখন তার স্বামী লম্বা চুল ছিল না। তিনি টেলিভিশনে ছবিতে অথবা পুরনো ভিডিওটিতে লম্বা চুলে ধোনি কে দেখেছেন। কিন্তু সামনে থেকে কখনো এই হেয়ার স্টাইল এর সঙ্গে পরিচয় হয়নি তার।
পাশাপাশি সাক্ষী আরো বলেন যে, আমার সৌভাগ্য যে ওকে আমি লম্বা চুলে কখনো দেখিনি। যদিও আমার এই সৌভাগ্য যদি হতো, তাহলে কখনো আমি ওর দিকে ফিরে তাকাতাম না। আমার একেবারেই ভাল লাগেনা এই হেয়ার স্টাইল।
