অপরাধখবরবিনোদনসর্বশেষ

আদালতে অনুপস্থিত সালমান খান, কৃষ্ণসার হরিণ মামলা আজও অধরা ! – Salman Khan Absence in Court – Black Buck Case

বিপদ যেন পিছু ছাড়ছে না সালমান খানের। একের পর এক ঘটনাতে জর্জরিত হয়ে রয়েছেন তিনি। হাম সাত সাত হে ছবির শুটিংয়ের সময় একটি কৃষ্ণসার হরিণ কে হত্যা করার অপরাধে তিনি জেলে গিয়েছিলেন। আজ এতো বছর পর সেই ঘটনার জন্য তাকে হাজিরা দিতে হয় আদালতে। ঘটনাটি ঘটেছিল ১৯৯৮ সালে। মাঝে একবার ২০১৮ সালের ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের পর জামিন দেওয়া হয়েছিল তাকে। (Bollywood Crime : Salman Khan is absent in court- Krishnasar black buck poaching case against him)

জামিন পেয়ে গেলেও তাকে প্রতিনিয়ত হাজিরা দিতে হয়। সেরকমই শনিবার তার হাজিরা দেওয়ার তারিখ ছিল আদালতে। কিন্তু করো নাকি অজুহাত দেখিয়ে তিনি অনুপস্থিত ছিলেন। তাই আগামী ফেব্রুয়ারি মাসের 6 তারিখ তাকে আবার হাজিরা দিতে বলা হয়েছে।

২০১৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত অভিনেতাকে ১৭ বার অনুপস্থিত দেখা গেছে। আগামী ৬ তারিখ তিনি কি করেন তার জন্য অপেক্ষা করে রয়েছে আদালতের মানুষেরা। তবে কথাতেই আছে না, তারিখ পে তারিখ পে তারিখ।

Salman Khan is absent in court- Krishnasar black buck poaching case against him
আদালতে অনুপস্থিত সালমান খান, কৃষ্ণকায় হরিণ মামলা আজও অধরা ! – Salman Khan Absence in Court – Black Buck Case

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।