কলকাতাখবররাজনীতিরাজ্যসর্বশেষ

সুদীপ্ত সেনের চিঠিতে বিস্ফোরক তথ্য। কোটি কোটি টাকার লেনদেন করেছেন মুকুল, অধীর, শুভেন্দু সহ অনেকে

বিধানসভা ভোট দোরগোড়ায়, এই মুহূর্তে সকল রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে জনসাধারণকে সাহায্য করার। ঠিক এমন সময় সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে মুখ খুললেন সুদীপ্ত সেন। তিনি জেলে বসেই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বিভিন্ন দলের নেতারা যেভাবে তার কাছ থেকে টাকা নিয়েছে সেই অভিযোগ তুলে। সারদাকাণ্ডের বিষয়ে সুদীপ্ত সেনের লেখা চিঠি থেকে বেরিয়ে এসেছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতার নাম। (Saradha company owner Sudipta Sen claims he transfers crore rupees to Mukul, Adhir, Subhendu like big names)

কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী তৃণমূল দলে থেকে মন্ত্রিত্ব পদে ইস্তফা দেওয়ার পরেই, কোন দলে তিনি যোগ দেবেন সেই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের চলছে সমালোচনা, কিন্তু ঠিক সুদীপ্ত সেনের লেখা চিঠি থেকে বেরিয়ে এলো বিস্ফোরক তথ্যে।

কোটি কোটি টাকার লেনদেনের জন্য তিনি, শুভেন্দু অধিকারীর সহ বিমান বসু, সুজন চক্রবর্তী , অধীর রঞ্জন চৌধুরী সহ বেশ কয়েকজনের নাম।

চলতি বছরের পয়লা ডিসেম্বর মাসের সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন এবং যেখানে তিনি সেই সমস্ত নেতাদের নাম উল্লেখ করেছেন, যাদের সাথে তিনি সারদা ব্যবসা চালানোর জন্য টাকা লেনদেন করেছেন।

তিনি সেই চিঠিতে বামফ্রন্ট সরকার এর চেয়ারম্যান বিমান নাম উল্লেখ করেছেন এবং তিনি বিমান বসুকে প্রায় দুই কোটি টাকা দেওয়া হয়েছিল। এছাড়াও রয়েছেন কংগ্রেসের থেকে অধীর চৌধুরী, যাকে তিনি প্রায় ছয় কোটি টাকা দিয়েছিলেন এরকম লিখেছেন।

এছাড়া চিঠিতে তিনি উল্লেখ করেছেন মুকুল রায়কে তবে এখন প্রশ্ন একটাই এতদিন পরে কেন ভোটের সামনে এরকম একটি চিঠি সুদীপ্ত সেন লিখলেন?

এই চিঠি আদেও সুদীপ্ত সেন লিখেছেন কিনা, সে বিষয়ে তদন্ত করার জন্য চিঠিটি পাঠানো হয়েছে গ্রাফোলজিস্ট এর কাছে।

Saradha company owner Sudipta Sen claims he transfers crore rupees to Mukul, Adhir, Subhendu like big names
সুদীপ্ত সেনের চিঠিতে বিস্ফোরক তথ্য। কোটি কোটি টাকার লেনদেন করেছেন মুকুল, অধীর, শুভেন্দু সহ অনেকে (Internet Photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।