সুশান্তের সঙ্গে সাধুবাবার ফটোর গোপন রহস্য
গত জুন মাসের 14 তারিখে আমাদের প্রত্যেকের প্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তার মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে ভারতবর্ষ। আর এখন তার মৃত্যুর তদন্ত চলছে। কিন্তু এখনও পর্যন্ত তার মৃত্যু রহস্য পুলিশেরা ভেদ করতে পারেননি। আর এরই মাঝে পাওয়া গেল সুশান্ত সিং রাজপুতের সাধুবাবার সঙ্গে একটি ফটো।
স্বাভাবিকভাবেই সুশান্ত সিং রাজপুতের এরকম দুষ্প্রাপ্য ফটো দেখে অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকে। আর সবার মনে প্রচুর প্রশ্ন ভিড় করছে। ওই সাধুবাবা কে ? তার পরিচয় কি ? এইসব আগ্রহ প্রত্যেকের মনে জন্মে গেছে। তো আজকে আমি এই প্রশ্নের উত্তর যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করব (365 Reporter Bangla Entertainment News : Secret of this photo of Sushant Singh Rajput and sadhu baba)।

ছবিতে দেখা যাচ্ছে, সাধু বাবার দিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুত নমস্কারের ভঙ্গি করে আছেন। আর সুশান্ত অনুরাগীরা নিশ্চয়ই জানেন যে সুশান্ত সিং অতন্ত ধর্মভীরু ছিলেন। দেব দেবতাদের অত্যন্ত ভক্তি করতেন। আর ভগবানের প্রতি তার যে অসীম বিশ্বাস ছিল তা এই ফটো দেখে আরো বোঝা যায়।
সূত্রমতে, এই ফটোটি মূলত কেদারনাথের শুটিংয়ের সময়। সারা আলি খানের সঙ্গে কেদারনাথ মুভিতে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত (Kedarnath starring Sushant Singh Rajput and Sara Ali Khan)। আর সেই সময়ে তিনি এই ফটোটি তুলেছিলেন। হয়তো তার এই ধর্মপ্রাণ ব্যক্তি কে দেখে ভাল লেগে গিয়েছিল তাই তিনি তার সঙ্গে ফটো তুলেছিলেন।