বিবাহের পূর্বে রণবীর এবং আলিয়া ভাটের গোয়াতে হানিমুন ফাঁস !
হঠাৎ করে রণবীর এবং আলিয়া ভাটকে একসঙ্গে দেখতে পাওয়া গেল এক বিশেষ স্থানে। আর তা হলো তারা বিমানে করে গোয়াতে ছুটি কাটাতে এলেন। আর এয়ারপোর্ট থেকেই ক্যামেরা তে ধরা পড়ে গেলেন তারা দুজনে। তাহলে বিয়ের আগেই তারা কি সত্যিই হানিমুন করতে গেছেন সেখানে ? (Bollywood Xossip : Secret tour of Ranbir Kapoor and Alia Bhatt in Goa even before marriage)
প্রকৃতপক্ষে, এখনো করোনার প্রভাব যায়নি। ফলে রণবীর কাপুর এবং আলিয়া ভাট স্থির করেছেন তাদের অবসর সময় গোয়াতে কাটাবেন। তাছাড়া তাদের দু’জনের মুখেই মাস্ক পরা ছিল তখন। আর এরকম হিট জুটি কে দেখে স্বাভাবিকভাবেই ক্যামেরাম্যানরা তাদের ফটো তোলার জন্য ভিড় করে।
তবে রণবীর কিন্তু এই ব্যাপারটাতে একদম খুশি হয়নি। তিনি বেশ বিরক্তি প্রকাশ করেন ক্যামেরাম্যানদের সামনে। আর শেষ খবর পাওয়া পর্যন্ত, রণবীর এবং আলিয়া একসাথে ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং কমপ্লিট করে ফেলেছেন।
আর তারা এরপর একই একসাথে কোন সিনেমা শুরু করেছেন কিনা সে ব্যাপারে কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে যে, দিরেক্টর অয়ন মুখোপাধ্যায় এর ব্রহ্মাস্ত্র রিলিজ হওয়ার পর তারা তাদের পরবর্তী কার্যক্রম শুরু করবেন।

আর বিয়ের ব্যাপারটা বলছি। সম্প্রতি রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। ফলে রণবীরের পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। অপরদিকে দুই পরিবার অর্থাৎ কাপুর এবং ভাট পরিবার রণবীর এবং আলিয়া বিয়ে নিয়ে প্রায় সব কিছু ঠিকঠাক করে ফেলেছেন। তবে এ সমস্ত সমস্যার কারণে এই মুহূর্তে তাদের বিয়ে হওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেল।
ব্রহ্মাস্ত্র পর আলিয়া গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি শুটিংয়ে নিজের মনপ্রাণ ঢেলে দিয়েছেন। রণবীর কাপুর ও কিন্তু বসে নেই। তার পরবর্তী সিনেমা শামসেরা-র শুটিং প্রায় শেষের পথে।