খবরবিনোদনসর্বশেষ

সারেগামাপার মঞ্চে তবলায় যুগলবন্দী শ্রীকান্ত আচার্য এবং মিকা সিংয়ের

বাংলা সংগীত রিয়্যালিটি শো গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি শো হলো “জি বাংলা” “সারেগামাপা”। প্রতি পর্যায়গুলি যেন আগের থেকে আরও আকর্ষণীয় হয়ে উঠছে দিনের পর দিন। এইবারের শো তে বিচারকের আসনে আছে কিছু নতুন মুখ। শ্রীকান্ত আচার্যর সাথে এবারে বিচারকের আসনে যোগ দিয়েছেন আকৃতি কক্কর, মিকা সিং এবং জয় সরকার। পাশাপাশি এইবারের পর্বগুলি একটু অন্যরকম। (Zee Bangla Sa re ga ma pa News 2021 : See Srikanta Acharya and Mika Singh duo as Tabla player in Sa re ga ma pa mancha and Iman Chakraborty will also sing)

এইবারের শোতে যুক্ত হয়েছেন ৩ ক্যাপ্টেন। ক্যাপ্টেনের আসনে আছেন রাঘব, ইমন এবং মনোময়। সম্প্রতি ক্যাপ্টেন ইমন চক্রবর্তী একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এটি হলো মিকা সিং এবং শ্রীকান্ত আচার্যের তবলায় যুগলবন্দির ভিডিও।

https://www.instagram.com/tv/CJ03nG3AjjV/?utm_source=ig_embed

ঐদিন সারেগামাপার মঞ্চে বিচারকদের সাথে উপস্থিত ছিলেন বিখ্যাত গায়ক কিশোর কুমারের ছেলে অমিত কুমার। ভিডিওটিতে দেখা গেছে অমিত কুমার বিচারকের আসনে বসে “নয়ন শরশি কেনো” গানটি গাইছেন এবং তার সাথে তাল মিলিয়ে তবলায় সুন্দর যুগলবন্দি করছেন মিকা সিং এবং শ্রীকান্ত আচার্য। অমিত কুমারের গলায় এই জনপ্রিয় গান এবং দুই বিচারকের তবলার যুগলবন্দির মুহূর্তটি চোখ জুড়িয়ে যাওয়ার মত।

Singer Iman Chakraborty beautiful moment while singing
গান গাইতে গাইতে সুন্দর মুহূর্তের অবতারণা করলেন শিল্পী ইমন চক্রবর্তী (Credit : @iman_chakraborty on Instagram)

এই বিশ্বের সুন্দর মুহূর্তের ভিডিওটি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন ইমন সাথে ক্যাপশনে লিখেছেন- “দেখো, আমরা এখানে সব সময় কি দেখতে পাই।” ভিডিওটি পোস্ট করার পাশাপাশি ইমন চক্রবর্তী বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অমিত কুমার, শ্রীকান্ত আচার্য এবং মিকা সিং -কে।

ইমন চক্রবর্তী যিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন “তুমি যাকে ভালোবাসো” গানটি গেয়ে। এই ঈমানী খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছে সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ এর সঙ্গে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ইমন-নীলাঞ্জন। নতুন জীবন শুরু করতে চলেছে ইমন তার পাশাপাশি নতুন কাজও। খুব শীঘ্রই এ আর রহমানের কম্পোজিশনে একটি হিন্দি গান গাইতে চলেছেন ইমন। (Iman will marry Nilanjan soon)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।