উষ্ণ অবতারে পুরুষদের গা গরম করছেন দিশা পাটানি, দেখুন ভিডিও- DIsha Patani Viral Video
দিশা পাটানি তার অভিনয় জগৎ শুরু করেছিল একটি তেলেগু সিনেমা লোফারে অভিনয় করে। এরপর বলিউডে তাঁর প্রবেশ ঘটে ছিল খুব সহজভাবেই স্বাভাবিকভাবেই মডেলিং দিয়েই শুরু করেছিল দিশা তার জীবন এবং তার পরও নানারকম কমার্শিয়াল বিজ্ঞাপনেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। (BOllywood Xossip : See this viral exercise video of bollywood actress national crush Disha Patani)
সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে তিনি অভিনয় করেছিলেন এমএস ধোনি সিনেমাটিতে এবং যার পর এই বিষয় পরিচিতি’টি মুখ হয়ে দাঁড়িয়েছিল দিশা। এমএস ধোনি সিনেমাতে ধোনির প্রথম প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিল দিশা পাটানি। (MS Dhoni Movie stars Sushant Singh Rajput and DIsha Patani, Kiara Advani)
সুতরাং সাধারণভাবেই খুব কম সময়ের মধ্যেই বলিউডে বেশ নাম করে গিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল সাইট এর বেশ একটিভ থাকে এবং মাঝে মাঝে বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করেন তিনি। দিশাকে জাতীয় ক্রাশ হিসাবেও জানা যায়।
ইনস্টাগ্রামে যথেষ্ট ফলোয়ার আর হবেই বা না কেন বলুন বলিউডের সুন্দরী অভিনেত্রী বলে কথা। মাঝে মাঝেই দেখা যায় তার অনুগামীদের জন্য নানান রকমের ছবি শেয়ার করতে এবং যা মুহূর্তের মধ্যেই হয়ে যায় ভাইরাল। দিশা নিজের শরীর চর্চা নিয়ে ভীষণ আগ্রহী, এবং বলিউডে যা একান্তই দরকার।
সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গেছে তাকে শরীরচর্চা করতে। প্রত্যেক দিনে তার ব্যস্ততার মধ্য দিয়ে তিনি কিভাবে তার শরীরের চর্চা করেন তারই একটি ছোট্ট প্রদর্শন দেখায় যায় স্বাভাবিকভাবেই তার অনুগামীদের মন ছুঁয়ে যায়।
