পানু ভিডিও শুট করে গোয়াতে গ্রেপ্তার পুনম পান্ডে
Goa : আপনাদের প্রত্যেকেরই মনে আছে যে কিছুদিন পূর্বে অভিনেত্রী তথা মডেল পুনম পান্ডে একটি পানু ভিডিও শুট করেছিলেন। মূলত তিনি গোয়াতে গিয়ে এই ভিডিওটি সুট করেন। আর তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন। আজ বৃহস্পতিবার দুপুর বেলার দিকে তাকে ওই ন্যাংটো ভিডিও বানানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে। (Bollywood Masala Xossip : Goa police arrests Poonam Pandey for shooting panu video at Chapoli Dam in Canacona, South Goa)
আর এই ভিডিওটি মূলত গোয়ার চাপোলি দাম জায়গাতে শুট করা হয়েছিল। আর এই ভিডিওটি মূলত তিনি অল্প অল্প করে তার পরনের কাপড় খুলে নেংটো হচ্ছিলেন। আর স্বাভাবিকভাবেই এই ঘটনা সবাই জেনে ফেলে এবং বিতরকের ঝড় বয়ে যায়। আর প্রত্যেকে পুনম পাণ্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইতিমধ্যে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। (In this video Poonam Pandey is stripping her clothes one by one and so this is obscene and police removes it from social media)
এই মুহূর্তে তার বিরুদ্ধে দুটি কেস আনা হয়েছে। প্রথমটি হলো, সরকারি জায়গাতে নিয়মবিরুদ্ধ ভাবে প্রবেশ করা এবং দ্বিতীয়টি হলো অশ্লীলভাবে বা যে সমস্ত কাজ সবার সামনে করা যায় না তা একজন মহিলা হয়ে দেখানো।
দক্ষিণ গোয়ার পুলিশ সুপার পঙ্কজ কুমার সিং জানালেন,”নভেম্বর মাসের 2 তারিখে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি আমরা। আর তা হলো যে, পুনম পান্ডে কানাকনার চাপলি দামে অশ্লীল ভিডিও শুট করেছেন। আর তিনি ওই স্থানে কোনো অনুমতি ছাড়াই ঢুকে গিয়েছিলেন।” পুলিশ তদন্ত করে দেখতে পাই যে পুনম পাণ্ডে এবং তার স্বামীর শ্যাম বোম্বে ওই এলাকাতে চোরের মতো ঢুকে পড়েন অক্টোবরের 31 তারিখে সকালের দিকে এবং ভিডিও শুট করেন। (South Goa Police Super Pankaj Kumar Singh)
পরবর্তীকালে তাকে কালানগিউট এর একটি ফাইভ স্টার হোটেলে পাওয়া যায় এবং তাকে কানাকোনা পুলিশের কাছে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় নভেম্বর মাসের 6 তারিখে। (Actress Poonam Pandey and her husband Sam Bombay are found in a 5 star hotel Calangute)
তবে তদন্ত করে একটা জিনিস বোঝা গেল যে তিনি বৃহস্পতিবার বিকালের দিকে গোয়া ত্যাগ করতে যাচ্ছিলেন। আর সেই মুহূর্তেই পুলিশ তাকে এবং তার হাজবেন্ডকে ধরে ফেলে। অপরদিকে, বিভিন্ন তথ্য থেকে জানা গেল যে স্থানীয় পুলিশ পুনম পান্ডেকে প্রটেকশন দিয়েছিল যখন এই ভিডিওটি শুট করা হচ্ছিল। আর সেই অভিযোগে দুজন পুলিশকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।
