দেশবিনোদনভাইরালরাজনীতিসর্বশেষ

বাবার দ্বিতীয় বিবাহের কথার জন্য ক্ষমা চান , নয়তো কোর্ট-শিবসেনাকে বললেন সুশান্তের দাদা

দুর্ভাগ্যজনকভাবে অকালে মৃত্যুবরণ করা সুশান্ত (Sushant Singh Rajput)-এর দাদার নাম নিরাজ বাবলু (Niraj Kumar Singh Bablu)। তিনি গত সোমবার অর্থাৎ আগস্টের ১০ তারিখে শিবসেনার এমপি সঞ্জয় রাউত (Sanjay Raut) এর উদ্দেশ্যে একটি কথা বলেন। তিনি বলেন,” শিবসেনার মুখপাত্র রাউতকে তার বাবার দ্বিতীয় বিবাহ সম্পর্কে বলা কথার জন্য ক্ষমা চাইতে হবে, নয়তো আইনত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন যে, শিবসেনার (Shiv Sena) এই মুখপাত্র সুশান্তর সঙ্গে তার বাবার সম্পর্ক ভাল ছিলনা বলে বলেছেন। আর তাছাড়া তার বাবার দ্বিতীয় বিবাহ এসে অখুশি হয়ে ছিল বলে সে কথাও বলেছেন।

বাবলুর মতে, সুশান্তের বাবার যে দ্বিতীয়বার বিবাহ হয়েছে, রাউত বাবুর এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। আর শিবসেনার এই মুখপাত্র যদি সবার সামনে ক্ষমা না চান তাহলে রাজপুত পরিবার উনার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেবে।

শিবসেনার এই মুখপাত্র প্রথম দিন থেকেই সুশান্তের মামলাকে সিবিআই এর হাতে যাওয়ার বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে সুশান্তর সঙ্গে তার বাবা কে কে সিং এর সম্পর্ক ভালো ছিল না। তার কথায়,” সুশান্ত কতবার তার বাবার সঙ্গে দেখা করেছে?”

তিনি আরো বলেছিলেন,” এই মামলাটি কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যার ফলে সত্য চাপা পড়ে যাচ্ছে। আর এই মামলাটি কে কেন মুম্বাই পুলিশের হাত থেকে বের করে নিয়ে যাওয়া হল?”

তিনি তার একটি পেপারে বলেন যে, সুশান্ত এর মৃত্যুর মামলা পাটনাতে করা হয়েছে। অথচ এই ঘটনাটি ঘটেছে মুম্বাইতে। আর তার মৃত্যুর দীর্ঘ ৪০ দিন পর তার পরিবার সব খোঁজ খবর নিতে শুরু করেছে।”

এরই মাঝে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম (Sanjay Nirupam), রাউতের ” সুশান্ত তার বাবার সম্পর্ক বিষয়ক” মন্তব্যের জন্য তীব্র ভৎসনা করেছেন। যদিও সঞ্জয়বাবু সরাসরি রাউত বাবুর নাম নেননি, তথাপি তিনি শিবসেনার এমপি কে সুশান্ত পরিবারের নামে বাজে কথা বলেছেন বলে অভিহিত করছেন।

সঞ্জয়বাবু আরও বলেন,”প্রতিটা বাড়িতে কিছু ব্যাপার থাকে। আর তাছাড়া শিবসেনার নেতাদেরও অনেক পরিবার রয়েছে। আর সুশান্তের এই অকালমৃত্যু অনেক স্পর্শ কাতর একটা ব্যাপার। শিবসেনাদের উচিত এই ব্যাপারটিতে মর্মস্পর্শীভাবে দেখানো।”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।