দেশবিনোদনভাইরালরাজনীতিসর্বশেষ

বাবার দ্বিতীয় বিবাহ মেনে নিতে পারেননি সুশান্ত- শিবসেনা

নতুন একটা মন্তব্য করলেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut from Shiv Sena)। তার কথা অনুসারে, সুশান্ত এবং তার বাবার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এর কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে, তার বাবার দ্বিতীয়বার বিবাহ করার ব্যাপারটি সুশান্ত ভালোভাবে নিতে পারেননি (Sushant does not accept his father K.K Singh’s 2nd Marriage)।


তিনি আরো বলেছেন যে, সুশান্ত একটা প্রচন্ড পরিমাণ মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিল। আর সুশান্ত মৃত্যুর ব্যাপারটিকে মহারাষ্ট্রের বিপক্ষে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সুশান্তের এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে দেখা মোটেই ঠিক নয়। এই কথাটি কে তিনি তার পার্টি মাউথপিস সামানা (Saamana) থেকে রোখতক (Rokhthok) কলামে বলেছেন।

এখন এই মামলার তদন্তভার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই (CBI) গ্রহণ করেছে। এর কারণ বিহারের পুলিশ এফআইআর করেছিল সুশান্তের গার্লফ্রেন্ড এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-র বিরুদ্ধে। তাদের অভিযোগ ছিল যে রিয়া এই আত্মহত্যাতে মদত দিয়েছে।

তিনি বললেন,” প্রচন্ড মানসিক চাপে এবং রাজনীতির কৌশলের মধ্যে ঢুকে গেলে এদেশে যেকোনো কিছু ঘটতে পারে। এই কথা স্পষ্ট যে সুশান্তের ব্যাপারটা ভাগ্য লিখন এই ছিল। আর যা কিছু ঘটনা হচ্ছে সব মহারাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।”

তিনি আরো বলেন,” কোন ঘটনাকে অতিরঞ্জিত করে রাজনৈতিকভাবে ব্যবহার করলে তাতে কি পরিমাণে করা যায় তা কেউ বলতে পারেনা। আর সুশান্তের দুর্ভাগ্যজনক মৃত্যুতে এই ব্যাপারটি হয়ে চলেছে।”

তিনি একথাও বলেন যে, সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুকে এই ঘটনার সঙ্গে মেলানো হচ্ছে। আর এটা মূলত লোকজনকে ভুল পথে চালিত করা হচ্ছে। দিশার মৃত্যু ছিল শুধুমাত্র অ্যাক্সিডেন্ট।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।