“আমার বাবা”, বাবার স্মৃতি তে আবেগঘন পোস্ট করেন মোনালি ঠাকুর
একটি মেয়ের কাছে তার বাবার একটা আলাদা জায়গা থাকে। প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যার মত মানুষ হয়। প্রত্যেক বাবা তার মেয়েকে সাধ্যমত মানুষ করার এবং তার সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করে। ছেলে মেয়ের জীবনে তার বাবা হারিয়ে যাওয়া মানে জীবনের অনেকটা ভালোবাসা চলে যাওয়া।
রবিবার রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় বিখ্যাত গায়ক এবং অভিনেতা শক্তি ঠাকুরের। তিনি জনপ্রিয় অভিনেত্রী মোনালি ঠাকুরের বাবা। অসুস্থ হবার পর তারা সুস্থ হওয়া হলো না। মাঝ রাতেই চলে যান শক্তি ঠাকুর। এর আগেও তিনি বহুবার অসুস্থ হয়ে ছিলেন। কিন্তু এবার আর তাকে তাকে সুস্থ করা গেল না। বাবার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে প্রথম জানিয়েছেন শক্তি ঠাকুরের বড় মেয়ে মেহুলি ঠাকুর (Mehuli Thakur- elder daughter of Shakti Thakur)। স্বাভাবিকভাবেই এই মৃত্যুতে ভেঙে পড়েছে তার দুই মেয়ে। মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন তার অনুগামীরাও (Veteran Singer and actor Shakti Thakur passes away)।
বড় মেয়ে মেয়ে মেহুলি ঠাকুরের পর এবার শক্তি ঠাকুরের স্মৃতিতে আবেগপূর্ণ পোস্ট শেয়ার করলেন তার ছোট মেয়ে মোনালি ঠাকুর। ছোটবেলা থেকে শুরু করে বিভিন্ন ছবি একসাথে কোলাজ করে তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। ক্যাপশনে শুধু লেখেন “আমার বাবা” (Singer Monali Thakur goes emotional in her father’s memory .She is so upset about her father’s demise. She only writes- Amar Baba)।
এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে গায়ক-গায়িকারা। সকলেই এই কঠিন সময়ে মন শক্ত রাখার কথা বলে মোনালি কে পরামর্শ দেন।

নিজের ব্যক্তিগত জীবনে একজন বিখ্যাত গায়ক এবং অভিনেতা হিসেবে পরিচয় দিয়েছিলেন শক্তি ঠাকুর। তার আগে তিনি ছিলেন একজন শিক্ষক। অংক ছিল তার প্রিয় বিষয়। তপন সিংহের হারমোনিয়াম ছবিতে নেপথ্যে শিল্পী হিসাবে গানে দুনিয়ার প্রথম পদার্পণ হয় তার। প্রবাদপ্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, শক্তি ঠাকুর কে দিয়ে বহু বাংলা সিনেমাতে গান গাইছেন। তার অভিনীত বেশ কিছু বাংলা সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হলো, তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’, ‘ভালোবাসা ভালোবাসা।’
শেষের দিকে নিজেকে একটু গুছিয়ে নিয়েছিলেন শক্তি ঠাকুর। দুই মেয়ের সাফল্য সুখী করত বাবা শক্তি ঠাকুর কে। এর আগেও একবার স্ট্রোক হয়েছিল তার। তখনকার মতো সামলে নিলেও এবার আর লড়াই লড়তে পারলেন না তিনি।