বিনোদনভাইরালসর্বশেষ

মিশন হলিউড, ৫০ কোটির স্বপ্ন: সুশান্তের ডায়েরির অংশবিশেষ পড়ুন

তথাকথিত অভিনেতাদের থেকে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) ছিলেন একদম ভিন্ন ধরনের। তার কাজের ব্যাপারে তিনি কতকগুলো নিয়ম সব সময় মেনে চলতেন। তিনি দুমদাম করে কোন সিনেমাতে সাইন করতেন না। কোনো সিনেমায় কোনো রোল করার আগে তিনি ওই চরিত্রটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করতেন।

তার ডায়রিতে (Sushant Singh’s Diary) ও এই কথাগুলোই পাওয়া গেছে। সেখানে তিনি তার অভিনীত সিনেমার রোল গুলো আদ্যোপান্ত বিচার-বিশ্লেষণ করে লিখে রেখেছেন। তাছাড়াও তিনি এই বছরের মধ্যে কি কি স্বপ্ন পূরণ করবেন তাও লিখে রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার ডানা মেলার সময়টাতেই মাত্র ৩৪ টি বসন্ত পার করার পরেই হারিয়ে গেলেন আমাদের নিকট থেকে। স্বাভাবিকভাবেই তার অনুরাগীদের কাছে এই সমস্ত তথ্য যাওয়ার পর তারা শক পেয়েছেন।

তার মধ্যে বলিউডকে আরো অন্য একটা মাত্রায় নিয়ে যেতে পারার ক্ষমতা ছিল। হ্যাঁ একটা কথা ঠিক যে তার মধ্যে উচ্চাশা ছিল কিছুটা। তবে তিনি তার সমস্ত স্বপ্নগুলো বা কোন চরিত্রে অভিনয় করার আগে পুরোপুরি বিচার-বিশ্লেষণ করে নিতেন। তিনি তার ডায়রিতে তার অভিনীত চরিত্রগুলি সম্পর্কে বড় বড় বিশ্লেষণ লিখে রেখেছেন। চলুন তার নিজের কথা অনুসারী আমরা জেনে নেই খানিকটা।

তিনি একটা নোটে বলেছেন, “তুমি যদি দর্শকদের মধ্যে কোন চরিত্র সম্পর্কে বিশ্বাস অর্জন করতে চাও, তাহলে তোমাকে নিশ্চয়ই একটা পথ অবলম্বন করতে হবে। কিন্তু কিভাবে? প্রথমে খুঁজে বের করো ওই চরিত্রের পছন্দ-অপছন্দ, তার ভালোলাগা, তার সিমপ্যাথির জায়গা ইত্যাদি। আর প্রত্যেকেই সেই ধরনের চরিত্রে অভিনয় করতে চায় যেটা তার কাছে পজিটিভ বার্তা বহন করে।”

এছাড়াও তার ডায়েরি থেকে জানা যায় যে তিনি নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করে যাচ্ছিলেন। আর সে কারণে তিনি হলিউডের বড় বড় এজেন্সির সঙ্গে এবং বিশ্বের নামকরা লোকজনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তাছাড়াও তুমি সার্বিকভাবে সিনেমা, শিক্ষা এবং পরিবেশের উন্নতি সাধন করতে চাইছিলেন। আর এই ব্যাপারে তিনি তার টিমের সঙ্গে সব সময় মিটিং করতেন যাতে এই লক্ষ্যগুলো তিনি সফল করতে পারেন।

তার অনেকগুলো লক্ষ্যের মধ্যে একটা জায়গায় লিখেছিলেন, তিনি কিছু সম্পত্তির জমা করতে চান। তিনি ৫০ কোটি টাকা জমানোর একটা কথা উল্লেখ করেছেন। আর এই কারণে তিনি তার ফিক্সড ইনকাম থেকে খরচ কমাতে চাইছিলেন। আর প্রকৃতপক্ষে এইভাবে তিনি লস অ্যাঞ্জেলসে নিজের নামে একটা বাড়ি করতে চাইছিলেন। আর এই ভাবে তিনি চাইছিলেন যে এই বছরের শেষ দিকে হলিউডে নিজের একটা বাড়িতে দেখা দিতে।

(বি:দ্র: ডায়েরির এই পাতাগুলোর কথা এনডিটিভির (NDTV) খবরকে অনুসরণ করে লেখা হয়েছে। এনডিটিভির কথা অনুসারে, ডায়েরির সম্পূর্ণ কথাগুলো পাওয়া যায়নি। এটা শুধুমাত্র অংশবিশেষ।)

মুম্বাই পুলিশের কথা অনুসারে, জুন মাসের ১৪ তারিখে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের থিওরি অনুসারে বলা হচ্ছে যে এই অভিনেতাকে খুন করা হয়েছে। অনেকে সুশান্তের মৃত্যুর ঘটনাকে তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিওনের মৃত্যুর সঙ্গে লিংক করছেন।

এই মুহূর্তে সুশান্তের মৃত্যু মামলাটিকে তদন্ত করছে মুম্বাই পুলিশ, সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ইডি (Mumbai Police, CBI and ED investigate Sushant’s Death Mystery)। প্রথমেই রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), তার ভাই ও তাদের পরিবার সহ অনেককে জিজ্ঞাসাবাদ করার পর টাকা-পয়সার লেনদেন কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে রিয়া ও তার ভাই কয়েক মাসের মধ্যে অজস্র পরিমাণ টাকা-পয়সার লেনদেন করেছেন যেগুলো তারা সদুত্তর দিতে পারেননি। প্রত্যেকেই এখন অপেক্ষা করে রয়েছে প্রকৃত সত্য উদঘাটনের।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।