দুষ্প্রাপ্য ফটো: দিদিদের কোলে ছোট্ট সুশান্ত সিং রাজপুত ! দেখুন অন্যান্য ফটোসমূহ
প্রিয় পাঠকেরা, গত জুন মাসের 14 তারিখে আমাদের প্রত্যেকের প্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত অকালে আমাদের ছেড়ে চলে যান। তার মৃত্যুর পর বিতর্ক ঘনীভূত হয়ে ওঠে ভারতের আকাশে বাতাসে। তিনি আত্মহত্যা নাকি খুন হয়েছেন সে নিয়ে প্রচণ্ড রকমের ধোঁয়াশা তৈরি হয়ে যায়। তবে একটা কথা ঠিক যে তিনি আমাদের প্রত্যেকের মনে একটা জায়গা করে নিয়েছিলেন। তার অভিনয় দক্ষতায় আমরা প্রত্যেকেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চলুন আমরা দেখে নেবো তার কয়েকটি দুষ্প্রাপ্য ফটো (Some rare photos of Sushant Singh Rajput)।

১.এই ফটোতে রয়েছে সুশান্ত এবং সুশান্তের মা। দুঃখের বিষয় হল যে মাত্র 16 বছর বয়সে সুশান্তের মা মারা যান। তারপর থেকে সুশান্ত ভীষন বিমর্ষ হয়ে পড়েছিলেন (Sushant with his mother Usha singh. He loses his mother in 16 years age. Later he becomes distressed)।

২. এই ফটো যেটি দেখতে পাচ্ছেন এটি সুশান্তের ছোটবেলার ফটো। আর ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে একদম নিষ্পাপ সরল মনের শিশু সুশান্ত। আর তিনি সারাজীবন সেটি ধরে রাখতে পেরেছিলেন (Childhood photo of Bollywood actor Sushant Singh Rajput. He is so innocent and cute.)।

৩. উপরের ফটোতে সুশান্ত তার বন্ধুদের সঙ্গে রয়েছেন। একদম ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন সুশান্ত (Sushant with his childhood friends. He stands in the the rightmost corner with keeping his hands on his friend Shoulder.)।

৪. এই ফটোতে সুশান্তের জন্মদিন পালন করা হচ্ছে। মূলত দিদিদের সঙ্গে রয়েছেন সুশান্ত (Sushant Singh Rajput in one of his birthday. He is in the lap of one of his sisters)।

৫. এটি সুশান্তের স্কুল জীবনের ফটো। প্রিয় বন্ধু-বান্ধবদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সুশান্ত (A school life photo of Sushant Singh Rajput. They are so happy with each other. sushanter dusprappo photo)।