কলকাতাখবররাজ্যসর্বশেষ

পতিতাপল্লী সোনাগাছির নারীদের জীবনের করুণ কাহিনী

আমাদের সমাজে প্রত্যেকেরই সমানভাবে অধিকার আছে বেঁচে থাকার। প্রত্যেকেই নিজের জীবন ধারণের জন্য নিজে নিজের মত পথ বেছে নেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের দেহ বিক্রি করে জীবন যাপন করেন। একপ্রকার দেখতে গেলে তাদের প্রয়োজন আছে আমাদের সমাজে। তাই হয়তো দুর্গাপূজার সময় পতিতাপল্লীর মাটি লাগে মা দুর্গাকে বানানোর জন্য। (Kolkata Offbeat News : Some unknown facts of Sonagachi Red Light Area, Kolkata, West Bengal)

তবে এই যৌনপল্লীর পিছনে রয়েছে নানা কষ্টের কাহিনী। অনেকেই আছে যারা নিজের স্ব-ইচ্ছায় এই পথ বেছে নিতে চায় না। তাদের বাধ্য করা হয় এই পথ বেছে নেবার জন্য। আবার অনেক মেয়ে আছে যারা পতিতাপল্লীতে জন্মগ্রহণ করে। এখান থেকে বেরিয়ে যাবার কোন রাস্তা থাকে না।

আসুন এই বিষয়ে আজকে কিছু কথা বলে নেওয়া যাক। দিল্লি নজম ঘরে তেমন একটি সম্প্রদায় বসবাস করে যেখানে, বিয়ে করার পর কিছুদিন পরেই স্ত্রী কে খারাপ পথে ঠেলে দেওয়া হয়। কার্যত বাধ্য করা হয় দেহ ব্যবসা করানোর জন্য। এ সম্প্রদায়ের নাম হলো পরনা। বিগত কয়েক বছর ধরে এরা এমন ভাবে জীবন যাপন করে আসছে। (Sonagachi Patita Jouno Pally, Kolkata)

অনেকেই চেয়েছিল এই সমাজ থেকে বেরিয়ে আসতে। কিন্তু কেউ সাফল্য অর্জন করতে পারেনি। এই সম্প্রদায়ের মেয়েদের 12 বছর হলেই পতিতাপল্লীতে ফেলে দেওয়া হয়। দেহ ব্যবসা করানো হয় তাকে দিয়ে। কেউ যদি প্রতিবাদ জানায় তাহলে তার ওপর অত্যাচার করা হয়। এমনকি মেরে ফেলা হয় তাদের। তাই কার্যত বাধ্য হয়েই সকল কি রাজী হতে হয় এমন কাজ করতে।

ঠিক এরকমই আরো একটি জায়গা রয়েছে আমাদের কলকাতাতে। হ্যাঁ ঠিকই ভাবছেন সেই জায়গার নাম সোনাগাছি। কলকাতার এক নম্বর পতিতা পল্লী।এখানেও নিজের বাবা মায়েরা মেয়েদের ছোটবেলা থেকেই জোর করে এই কাজে নামিয়ে দেয়। কেউ চেষ্টা করেও পড়াশোনা চালিয়ে যেতে পারে না। বছরের-পর-বছর এমনই নিয়ম চলে আসছে এখানে। যা কোনদিন পাল্টানোর কথা কেউ ভাবতে পারে না।

Some unknown facts of Sonagachi Red Light Area
পতিতাপল্লী সোনাগাছির নারীদের জীবনের করুণ কাহিনী (প্রতীকী ফটো)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।