বিদেশবিনোদনভাইরালসর্বশেষ

লিভার প্রতিস্থাপনের জন‍্য ৩৯ শিশুকে ভারতে আনছেন সোনু সুদ

ফিলিপিন্সের দরিদ্র পরিবারের ৩৯ টি শিশুর লিভার প্রতিস্থাপনের জন্য ভারতে নিয়ে আসার ব্যবস্থা করছেন সোনু সুদ(Sonu Sood Returns 39 Kids From Philippines To Delhi For Liver Surgery)। করোনা সংক্রমনের জেরে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ভাবে মানুষের জন‍্য সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ।

আগে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ব্যবস্থা করেছিলেন নিজ উদ্যোগে। এবার ৩৯ জন শিশু যারা লিভারের অসুখে ভুগছে। তাদের ফিলিপিন্স থেকে ভারতে নিয়ে আসার ব্যবস্থা করেছেন সোনু সুদ। ওই শিশুদের প্রত্যেকের লিভার প্রতিস্থাপন হবে।

এই ৩৯ জন শিশু ফিলিপিন্সের দরিদ্র পরিবারের অন্তর্ভুক্ত। করোনা মহামারীর কারণে তারা ভারতে আসতে পারছেন না। সোনু সুদ টুইট করে জানিয়েছেন, শিশুদের ফিলিপিন্স থেকে দিল্লিতে আনা হচ্ছে, তাদের প্রত্যেকের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে। অভিনেতা টুইট করে লিখেছেন “এই মূল্যবান জীবন গুলি রক্ষা করতে হবে। দুদিনের মধ্যেই তারা ভারতবর্ষে চলে আসবে”।

চলতি বছরের এপ্রিল মাসে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করেছিলেন দাবাং সিনেমা খ্যাত ছেদি সিং (Antagonist Chedi Singh From Dabangg)। লকডাউনের জেরে আটকে পড়া মানুষদের সাহায্যের জন্য তিনি হেল্পলাইন খুলে ছিলেন।

সম্প্রতি যেসব শ্রমিকেরা লকডাউনের পরে কাজ হারিয়েছেন। তাদের জন্য একটি অ্যাপ চালু করেছেন সোনু সুদ (Sonu Sood Launches An Application For Migratory Labours)। তার জনসেবামূলক কর্মকান্ড সম্পর্কে সকলেই অবগত। এখন বহু মানুষ‌ই বিপদে পড়লে সরাসরি সোনু সুদের দ্বারস্থ হচ্ছেন। তবে কাউকেই দুরে সরিয়ে দেননি অভিনেতা।