বিনোদনসর্বশেষ

নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী কে কটাক্ষ করলেন শ্রীলেখা

টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে কিছুদিন আগে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন শ্রীলেখা মিত্র। এই ভিডিওতে তিনি প্রকাশ্য দিবালোকে টলিপাড়ার দুই প্রবীণ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। তার অভিযোগ ছিল, “প্রসেনজিতের ঋতুপর্ণার সাথে প্রেমের সম্পর্ক থাকায় নায়িকার চরিত্রে কাজ পাননি।” সুশান্তর আত্মহত্যার খবরে সারা ভারত যখন প্রতিবাদে মেতে উঠেছে তখনই এই বিস্ফোরক মন্তব্য করেন শ্রীলেখা। এবার পুনরায় মুখ খুললেন তিনি। এবার তিনি কটাক্ষ করেন সাংসদ তথা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর বিরুদ্ধে।

গত সোমবার আনুষ্ঠানিকভাবে ভারত সরকার রায় দেয়, টিকটকসহ 59টি চায়না অ্যাপের ভারতে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলো। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা অক্ষুন্ন রাখতেই এরকম পদক্ষেপ নেয়া হয়েছে বলে তথ্যপ্রযুক্তিমন্ত্রী জানিয়েছে। তারা জানিয়েছে এইগুলি নাকি ভারতীয় তথ্য চুরি করছিল। অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো টিকটকেও প্রচন্ডভাবে সক্রিয় থাকেন টালিগঞ্জের দুই নায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। ফেসবুকে একটি পোস্ট এর মাধ্যমে টিক টকার নুসরাত ও মিমি কে তীব্র ভাষায় আক্রমণ করেন শ্রীলেখা। একটি পোষ্টের মাধ্যমে তিনি বলেন, “টিকটক তো বন্ধ হয়ে গেল তাহলে যাদবপুর এবং বসিরহাটের লোকজন তাদের সাংসদকে কিভাবে চোখের সামনে থেকে দেখবেন?” তিনি ব্যঙ্গ করে বলেন, “দুঃখে আমার চোখ দিয়ে জল ঝরছে।”

Ahare shune amar chokhe jwal chole elo…..courtesy @subhodeep

Posted by Sreelekha Mitra on Monday, June 29, 2020

এর আগেও টিক টক এ ভিডিও আপলোড করা নিয়ে নেট দুনিয়ায় ক্ষোভের মুখে পড়তে হয়েছে নুসরাত এবং মিমি কে। জনগণের প্রতিনিধি হওয়ার পর থেকেই তাদের প্রতিটি কর্মকাণ্ডে নিখুঁত ভাবে বিচার করে থাকেন নেট দুনিয়া। তবে এটি প্রথমবারের মতো সহযোগী তারক তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলো।

https://www.facebook.com/watch/?v=916677502105566

এমনকি লকডাউন চলাকালীন সময়ও নুসরাত এর একটি টিক টক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায় নীল ক্রপ টপ ও ডেনিমে নুসরতের শারীরিক ভঙ্গিমা অনেকের চোখেই দৃষ্টিকটু বলে মনে হয়েছিল। অনেকে বলেছিলেন ,বাদুড়িয়ায় নজর নেই, টিক টক এ ব্যস্ত হয়ে পড়েছেন নুসরত। এর উত্তরে নুসরাত আরো একটি টিকটক ভিডিও আপলোড করেছিলেন। আর বলেছিলেন, শিল্পীর কাজই হলো বিনোদনের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া। হ্যাপি ট্রোলারস্।

হাই বন্ধুরা, প্রতিদিনের গুরুত্বপূ্র্ণ খবর পাওয়ার জন্য bangla.365reporter বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *