খবরদেশসর্বশেষ

একদিনের জন্য মুখ্যমন্ত্রী হলেন সৃষ্টি গোস্বামী – Srishti Goswami Becomes Uttarakhand Chief Minister – National Girl Child Day

আজ ২০২১ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ মূলত জাতীয় বালিকা শিশু দিবস বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। মূলত মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। আর এই দিনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করা হলো ১৯ বছরের সৃষ্টি গোস্বামী কে। (News Nation : Srishti Goswami, a 19 years old teen girl from Haridwar, becomes Chief Minister CM of Uttarakhand for one day on National Girl Child Day 2021. She will attend as CM at Bal Sabha Session of CM Trivendra Singh Rawat, Dehradun)

জানা গিয়েছে, সৃষ্টি গোস্বামীর বাড়ি উত্তরাখণ্ডে। আর আজকে সে একটি অফিশিয়াল মিটিং এটেন্ড করে। আর সেখানে গিয়ে সে উত্তরাখণ্ড রাজ্য সরকারের বিভিন্ন যোজনা রিভিউ করে। (Srishti Goswami residence and home – Daulatpur, Haridwar, Uttarakhand. 1 One day CM Srishti Goswami)

আর বালিকা শিশু দিবস এর মত সমাজ সংস্কারমূলক অকেশনের ব্যাপারে বর্তমান চিফ মিনিস্টার ত্রিবেন্দ্র সিং রাওয়াত টুইট করে বলেন,”সমস্ত কন্যা সন্তানদের প্রতি জানাই আমার হৃদয়ের শুভেচ্ছা। আশা করি এই ন্যাশনাল গার্ল চাইল্ড ডে তে অঙ্গীকার করছি আমাদের প্রতিটি কন্যাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক। আর আমাদের সরকার ভারতের প্রতিটি কন্যাকে স্বাধীন এবং স্বাবলম্বী করে তুলতে বদ্ধপরিকর। (Uttarakhand CM Trivendra Singh Rawat Tweet)

অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান যে, বিভিন্ন সেক্টরে ভারতের মেয়েরা দারুন ভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে কেন্দ্র সরকার শিশুকন্যাদের স্বাবলম্বী করে তোলার জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং জেন্ডার সেনসিটিভিটি কে উন্নত করার দিকে নজর দিয়েছে।

তিনি টুইট বার্তায় বলেন,”অনেকে শিশুকন্যাদের শিক্ষা এবং তারা যাতে স্বাধীনভাবে সম্মানের সাথে বাঁচতে পারে তার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আর এই বিশেষ দিনটিতে তাদেরকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন জানাই।”

রবিবার বেলা ১২ টা থেকে দুপুর তিনটে অবধি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন সৃষ্টি। তাছাড়া উত্তরাখণ্ডে স্পেশাল শিশু বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হবে। আর সেখানে তিনি বর্তমান চিফ মিনিস্টার ত্রিবেন্দ্র সিং রাওয়াত গভমেন্টের বিভিন্ন প্রকল্প পর্যালোচনা পর্যবেক্ষণ করবেন। আর এই ভীষণ গুরুত্বপূর্ণ প্রকল্প গুলোর মধ্যে অটল আয়ুষ্মান প্রকল্প, স্মার্ট সিটি প্রকল্প এবং পর্যটন বিভাগের হোম সেট প্রকল্প উল্লেখযোগ্য। (Srishti will review Atal Ayushman Scheme, Smart City project, Homestay Scheme by the tourism department etc)

জানা গেল উত্তরাখণ্ড গভমেন্টের সঙ্গে প্রায় দুই বছর ব্যাপী এই তরুণী কাজ করে চলেছেন। ফলে উত্তরাখণ্ডের গভমেন্ট এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত অনেক চিন্তাভাবনা করার পরেই গ্রহণ করেছে।

১৯ বছর বয়সী এই মেয়েটির বাড়ি উত্তরাখণ্ডের হরিদ্বারের দৌলতপুর গ্রামে। আর তিনি কৃষি বিজ্ঞানে থার্ড ইয়ারে পড়ছেন। তার বাবার নাম প্রবীন গোস্বামী এবং উনার একটি ছোট দোকান রয়েছে। আর সৃষ্টির মা অঙ্গনওয়ারি তে কাজ করেন। (Srishti studies in Agriculture in Bsc. Sristi Goswami father name – Praveen Goswami and her mother is Sudha Goswami)

সবশেষে, অল্প সময়ের জন্য হলেও এত বড় গুরু দায়িত্ব পেয়ে সৃষ্টি ভীষণ খুশি। তিনি বললেন,”আমার এখনো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। পুরো অভিভূত হয়ে গিয়েছি। আমি এই দায়িত্ব সামলানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবো। আগামী যুবসমাজ যাতে প্রশাসনিক কাজ সুদক্ষ ভাবে সামলাতে পারে তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করব।”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।