ননদের সাথে দোলনায় দোল খাচ্ছেন গুনগুন তৃণা সাহা, দেখুন ভিডিও – Khorkuto Bangla Serial – Gungun
বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী হলেন তৃণা সাহা। খড়কুটো সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেছেন এই অভিনেত্রী। খড়কুটো সিরিয়ালের অসাধারণ অভিনয় করে মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন তৃণা সাহা। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে তাকে বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা যায়।এই ভিডিও পছন্দ করেন এমন অনেক মানুষ রয়েছেন। (Star Jalsha Bengali serial News : Star Jalsha Bangla serial Khorkuto actress Trina Saha Gungun is swinging in cradle with her nonod sister in law Sonal Mishra)
সেরকমই আরো একটি ভিডিও পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। যেখানে খরকুটো সিরিয়ালের আরো দুই ননদের সঙ্গে দোলনায় বসে দোল খেতে দেখা গেল অভিনেত্রীকে। তাদের মধ্যে যে বন্ধুত্ব খুবই গভীর তা বেশ স্পষ্ট বোঝা যায় এই ভিডিও থেকে। এর আগেও তারা একই সঙ্গে ভিডিও পোস্ট করেছেন যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল।
দোলনায় বসে দোল খাওয়া ছাড়াও একে অপরকে জড়িয়ে ধরে আদর করতে দেখা গেল তাদের। তৃনা সাহার পড়ে রয়েছে হলুদ রঙের একটি গাউন,আর বাকি অভিনেত্রীদের পরনে রয়েছে সালোয়ার কামিজ। সকলেই হালকা মেকআপ এ সজ্জিত।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তৃণা সাহা। এখন থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে জোর কদমে। আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেছে তার। কৃষ্ণকলি সিরিয়াল খ্যাত নীলের সঙ্গে তার বিয়ে হতে চলেছে। বহুদিনের সম্পর্ক তাদের। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেম এবং তারপর পরিণতি পায়। নিজেদের বিবাহ নিয়ে বেশ খুশি তারা দু’জনেই। (Trina Saha marriage with Krishnokoli actor Nikhil Neel Bhattacharya)
