কলকাতাখবরসর্বশেষ

কলকাতার বিশ্ববিদ্যালয়ে আবার বিক্ষোভ

Kolkata : করোনা পরিস্থিতির ফলে শিক্ষা ব্যবস্থা থেকে সব ব্যবস্থাই এখন প্রায় ব্যাহত। মাধ্যমিক উচ্চমাধ্যমিক থেকে শুরু স্নাতক, সরকারি চাকরির পরীক্ষা এবং অন্যান্য সমস্ত কিছুই এখন আটকে। করোনা পরিস্থিতি কবে ঠিক হবে এবং সেই পরীক্ষাগুলি কবে হবে এখন সকলেরই মনে সেই একটাই প্রশ্ন। (strike at Calcutta University demanding for taking supplementary exams quickly)

পরীক্ষায় না হওয়ার কারণে অনেকেই চাকরিতে যোগ দিতে পারছে না এবং সাপ্লিমেন্টারি পাওয়া যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তারাও কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না।

সাপ্লিমেন্টারি পরীক্ষা যাতে তাড়াতাড়ি নেওয়া হয় এবং উচ্চশিক্ষার স্তরে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে তার আবেদনের সময় যাতে বাড়ানো হয় সেই নিয়ে বিক্ষোভ করল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

সাধারণত ভাবে যারা স্নাতকোত্তরে একদম ফাইনাল ইয়ারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন, কিন্তু আগের বর্ষের কোন পরীক্ষাতে তার সাপ্লিমেন্ট রয়েছে, সেই জন্য ফাইনাল ইয়ারে পাস করে গেলেও আগের পরীক্ষায় সাপ্লিমেন্ট থাকার কারণে তারা কলেজ থেকে বেড়িয়ে যেতে পারছেনা,ফলে যাদের আরও উচ্চশিক্ষার ইচ্ছে তারা অন্য কোন জায়গাতে ভর্তি হতে পারছে না, এবং যারা চাকরিতে যোগ দেবেন তাদের পক্ষেও যোগ দেওয়া সম্ভব হচ্ছেনা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিটির একজন সদস্য তিনি বলেন যে, তারা এই বিষয় নিয়ে দেবাশীষ দাস অর্থাৎ রেজিস্টারের সাথে কথা বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে, সাপ্লিমেন্ট এর পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে এবং উচ্চশিক্ষার জন্য বিভিন্ন কলেজে আবেদন করার সময় বাড়ানো হবে। (Registrar Debashis Das)

কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা বিক্ষোভ করেন যে, স্নাতক এবং স্নাতকোত্তর এর পরীক্ষাগুলোতে যারা সাপ্লিমেন্টারি আছে তাদের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক।

এই বিষয়ে তরফ থেকে কোনো সিদ্ধান্তের কথা এখনো জানা যায়নি। অন্যদিকে স্নাতকোত্তরে ছাত্রছাত্রীরা যে ভর্তি হবে সেটার আবেদনের শেষ সময় হয়ে যাচ্ছে ১৪ ই নভেম্বর।

স্নাতকোত্তর এ ভর্তি হওয়ার সময়সীমা যদি না বাড়ানো হয় তবে প্রায় ১০,০০০ সাপ্লিমেন্টারি ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে না বলে জানা গেছে।

strike at Calcutta University demanding for taking supplementary exams quickly
কলকাতার বিশ্ববিদ্যালয়ে আবার বিক্ষোভ (Credit : Youtube)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।