বিনোদনভাইরালসর্বশেষ

রিয়া সুশান্তের বাড়ি ছেড়ে দেওয়ায় মহেশের এত আগ্রহ কেন? – সুচিত্রা

সুশান্তের মৃত্যু কাণ্ডে এবার আর চুপ থাকতে পারলেন না অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। তিনি প্রশ্ন করে ফেললেন। সুশান্ত এবং রিয়ার সম্বন্ধের মাঝখানে পরিচালক মহেশ ভাটের প্রকৃতপক্ষে কি গুরুত্ব ছিলো তা নিয়ে প্রশ্ন করলেন তিনি। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে সিবিআই তদন্ত করছে। সুচিত্রার জিজ্ঞাসা রয়েছে যে, মহেশ কে ডেকে জেরা করা হয়েছে কিনা ?

তিনি এই কথাটি বলে একটি ট্যুইট করেন। তিনি সেখানে লিখেছেন যে, মহেশ ভাট কে জিজ্ঞাসাবাদ করার জন্য কি সিবিআই এর তরফ থেকে ডাকা হয়েছে ? অপরদিকে জুন মাসের ৮ তারিখে রিয়া চক্রবর্তী সুশান্তকে ছেড়ে চলে এসেছে। আর এই ঘটনাটিকে মহেশ ভাট কেন এত সমর্থন করছেন? এর আসল কারণটি কি (Suchitra Krishnamoorthi questions about involvement of Mahesh Bhatt in Sushant Singh Rajput and Rhea Chakraborty’s case)?

এই মুহূর্তে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা তে গোটা দেশজুড়ে হইচই চলছে। সুশান্তের অসংখ্য অনুরাগীরা তার মৃত্যুর স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। এরমধ্যে মহেশ ভাট এবং রিয়া চক্রবর্তীর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সবার সামনে ফাঁস হয়ে গিয়েছে। আর সেই কথোপকথনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, রিয়া যখন সুশান্তকে ছেড়ে আসছে তখন সে মহেশ ভাটের সঙ্গে পরামর্শ করছে।

সেখানে মহেশ ভাট, রিয়াকে অনেক পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন যে, যা লেখা আছে তা তো ঘটবেই। পেছনে তাকিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই। এগিয়ে চলো। আর তাদের এই কথাবার্তার অল্প কিছুদিন পর জুন মাসের ১৪ তারিখে আমাদের সবাইকে ছেড়ে চলে যান সুশান্ত।

আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে, জুন মাসের ১৪ তারিখে সুশান্তের মুম্বাইয়ের বাড়ি থেকে তার মৃতদেহ পাওয়া যায়। ঘটনাটা কি সত্যি খুন না আত্মহত্যা তা নিয়ে অনেক কাঠ খড় পোড়াচ্ছে সিবিআই। তাছাড়া এটা যদি সত্যি কারের আত্মহত্যা হয় তাহলে তাতে কোন মানুষের প্ররোচনা ছিল কি নেই তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হচ্ছে।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সুশান্তের অনুরাগীরা নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে তুমুল হইচই করছেন। তারা চিত্র পরিচালক মহেশ ভাট, অভিনেত্রী আলিয়া ভাট এবং অন্যান্য অনেক সেলিব্রিটি কে নিয়ে প্রবল পরিমাণে ট্রোল করছেন। এখানে নাকি বাইরে থেকে আসা লোকদের উপর বৈষম্যমূলক আচরণ করা হয় তা নিয়েও সোশ্যাল মিডিয়াতে তুমুল হৈচৈ পড়ে গিয়েছে। আর এবার সেই দলে শামিল হলেন অভিনেত্রী সুচিত্রা।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।