মর্গে মৃত ব্যক্তি হঠাৎ বেঁচে ওঠায় শোরগোল হসপিটালে
প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় হাসপাতাল থেকে শুরু করে বড় বড় নার্সিংহোম সবকিছুতেই অনেক গাফিলতির কথা আমাদের সামনে আসে,যা ঘিরে তৈরি হয় এক অস্বাভাবিক পরিস্থিতি। এরকমই একটি গাফিলতির কথা প্রকাশ্যে এলো। (World News, Kenya : Suddenly a dead becomes alive in morgue in Kenya and accusation against doctors)
এরকম হসপিটালের গাফিলতি সংক্রান্ত ঘটনাটি ঘটেছে কেনিয়াতে। ডাক্তারেরা এক রোগীকে মৃত বলে তাকে মর্গে রেখে দিয়েছিলেন , কিন্তু হঠাৎই জাদু হলো সেই মৃত মানুষটি বেঁচে উঠলো। চিকিৎসকরা যখন সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করল তখন তাকে নিয়ে মর্গে যাওয়া হয়েছিল। দেহটি যাতে অনেকক্ষণ ভালো থাকে সেই জন্য রাসায়নিক জিনিস প্রয়োগ করা হচ্ছিল, কিন্তু হঠাৎই সেইসময় ঘটলো এক ঘটনা, যখনই মৃত ব্যক্তির দেহের মধ্যে রাসায়নিক প্রবেশ করানো হচ্ছিল তখন সেই মৃত ব্যক্তি তার পা নাড়ায়।
সেই মৃত ব্যক্তির বয়স ৩২ বছর। নাম পিটার কিজেন। মৃত্যু হয়ে যাওয়া ব্যক্তি হঠাৎ জেগে যাওয়ার ফলে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় কর্মীরা। জ্যান্ত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে তার ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য হসপিটালের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ।
পিটার পেটের যন্ত্রণা হওয়ার জন্য হসপিটালে ভর্তি হয়েছিলেন, এখানেই তাকে মৃত বলে ঘোষণা করে, পরে তার ডেট সার্টিফিকেট দেওয়া হয়, এবং মৃত দেহটাকে পাঠানো হয় মর্গে।
এরপরে ঘটনা ঘটে, বলে দেওয়া পিটার হঠাৎই জেগে ওঠে কেমিক্যাল এর প্রভাবে। এই ধরনের ঘটনাটি ঘটার ফলে হসপিটাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। যে সমস্ত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তাদের বিরুদ্ধে আনা হয় অভিযোগ।
