বিনোদনভাইরালরাজনীতিসর্বশেষ

“অনেকবার রগড়ে আমরা শিল্পী হয়েছি,” – নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ সুদীপ্তার

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মাঝে মাঝেই তার বক্তব্যের জন্য খবরে শিরোনামে উঠে আসেন। অবশ্যই তার বক্তব্য এতটাই বিতর্কিত হয়ে যায় যে, তার বিরুদ্ধে মুখ খুলতে হয় একাধিক মানুষকে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কি বারমুডা পড়ার পরামর্শ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এবারে শিল্পীদের রগড়ে দেওয়ার মন্তব্য নিয়ে ঝড় উঠলো বিনোদন জগতে। সংস্কৃত এবং বিনোদন জগতের সাথে যারা যুক্ত রয়েছেন, একের পর এক মানুষ এবার মুখ খুলছেন। (West Bengal Election 2021 News: Sudipta Chakraborty slams Dilip Ghosh without pronouncing his name)

সম্প্রতি দিলীপ ঘোষের নাম না করেই তাকে কিছু কথা বলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তা লিখলেন যে, শিল্পীরা রগড়ে রগড়ে শিল্পী হন।

তিনি তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে, আপনি হয়তো জানেন না যে, যেদিন থেকে শিল্পী হবে যাত্রা শুরু হয় একজন মানুষের, সেদিন থেকেই রগড়ানি শুরু হয়ে যায়। শিল্প কর্মের প্রতি দখল কারোর জন্মগত আসে না। ক্রমাগত টিকে থাকতে হয় অনেক যুদ্ধ করে। তাই দয়া করে শিল্পীদেরও করে দেবার ভয় দেখাবেন না। এই অভ্যেস সকলেরই রয়েছে। ধন্যবাদ।

শিল্পীদের তৈরি একটি গান প্রকাশের পর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। যে গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চরম পর্যায়ে। আমরা এই দেশেতেই থাকবো, এই গানের মধ্যে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ করে বসেন বিতর্কিত মন্তব্য টি। এমনকি বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন বিজেপি নেত্রী এবং অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র।

sudipta chakraborty slams dilip ghosh without pronouncing his name
“অনেকবার রগড়ে আমরা শিল্পী হয়েছি,” – নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ সুদীপ্তার