বিনোদনসর্বশেষসাহিত্য - গল্প, কবিতা, ছড়া

সুগভীর সমুদ্রে আমি-১ : Me in The Deep Ocean- 1

জীবনের দামি মুহূর্ত গুলো খুব হটাৎ করেই আসে। হটাৎ করেই খোলা জানালা দিয়ে ঝোড়ো বাতাসের মতো আসে আর শিহরণ জাগিয়ে বয়ে যায়। এই শিহরণ হল এমন এক শীতলতার অনুভূতি তা কেবলমাত্র যার সংস্পর্শে আসে সেই অনুভব করতে পারে। বাতাসটা মাত্র কিছু সময়ের জন্যে বইলেও শীতলতার অনুভূতিটা বেশ অনেক সময় ধরে থাকে মনের ভিতর। (Me in the deep ocean short story – Sugovir samudre ami choto golpo anu golpo)

এই অনুভূতি জন্ম দেয় স্বপ্নকে, আর এই স্বপ্নই মনের মধ্যে কোন কিছুর বা কারোর প্রতি প্রেমের ভাবনার বীজ বপন করে। যেমন প্রতিটা কবিতার ছন্দ মেলানো যায় না, তেমনি এই স্বপ্ন বাস্তবে রূপায়িত হবে কিনা সেটা জোর দিয়ে কেউ বলতে পারে না। যখন এটা বাস্তবে রূপায়িত হয় না , তখন আসে উদ্বিগ্নতা আর না পাওয়ার হতাশা।

এটা হয় কোন মানুষ কে পরিবর্তন করে বা কাউকে শেষ করে দেয়। আমরা সব সময় পার্থনা করি সেই স্বপ্নটা যেন সত্যি হয়। যার জীবনে এই স্বপ্ন সত্যি হয় সে হল প্রকৃত ভাগ্যবান। সবথেকে দুর্বিষহ স্বপ্নের মধ্যে যখন তারা হৃদয়কে ভেঙ্গে কণায় পরিণত করে তখন লাল গোলাপ সেজে কংক্রীট ভেদ করে বেরিয়ে আসো।এটাই হল নিষ্ঠা আর প্রকৃত ভালোবাসার ফল।

(প্রিয় পাঠকেরা, এই অনু গল্পটি লিখেছেন ‘দস্যুর জবানবন্দী।’ এই অনু গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ? অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা ইচ্ছা করলে আপনাদের লেখা গল্প আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন। Bangla Bengali choto golpo, anu golpo, short story)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *