বিনোদনভাইরালসর্বশেষ

সুশান্ত এবং রিয়ার মধ্যে সেরকমভাবে টাকা-পয়সার লেনদেন হয়নি- ফরেনসিক রিপোর্ট

এই মুহূর্তে সিবিআই এবং ইডি ক্রমাগত সুশান্ত সিং রাজপুতের (CBI And ED Investigate About Sushant SIngh Rajput’s Demise) ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য প্রমাণ বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।তারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের কে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে চলেছেন। এরইমধ্যে একটা মজার খবর বেরিয়ে পড়ল।

আর ঘটনাটি হল যে, মুম্বাই পুলিশ সুশান্তের ব্যাংক একাউন্টের ফরেনসিক অডিট রিপোর্ট পেয়েছে। আর সেই রিপোর্ট অনুসারে, সুশান্ত সিং রাজপুত রিয়া চক্রবর্তীর সাথে খুব একটা টাকা-পয়সার লেনদেন করেন নি (Sushant Does Not Perform Major Transactions In Rhea Chakraborty’s Account)। স্বাভাবিকভাবেই এখন কেসের মোড় হয়তোবা ঘুরে যেতে চলেছে।

তাছাড়া সংবাদমাধ্যম অনুসারে, রিয়া চক্রবর্তীর সাথে কোন প্রকার টাকা-পয়সার লেনদেন পাওয়া যায়নি। আর এই মুহূর্তে রিয়া চক্রবর্তী কে প্রধান সন্দেহভাজন হিসেবে মনে করা হচ্ছে। তাছাড়া রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবা এফআইআর দায়ের করেছিলেন। তাছাড়া রিপোর্ট থেকে জানা গেল যে, তাদের খরচ হয়েছিল মূলত যখন তারা দুজনে মিলে বিদেশে ঘুরতে গিয়েছিলেন এবং অন্যান্য বাড়িঘরের হালকা খরচাপাতি।

তাছাড়া ইডি জানিয়েছে যে, তারা সুশান্ত এবং রিয়ার মধ্যে কোন প্রকার টাকা-পয়সার লেনদেন খুঁজে পাইনি। যদিও ১৫ কোটি টাকার লেনদেনের কথাটি যেটি এফআইআর-এ করা ছিল সেটি হারিয়ে গেছে, তবে তারা কোন প্রকার টাকা-পয়সার লেনদেন ওই অভিনেত্রীর একাউন্টে পায়নি। এই সংস্থা আরো জানিয়েছে যে, তারা এখনো তদন্ত করে যাচ্ছে যে, যে টাকা পয়সা তোলা হয়েছে সেগুলোর আসল উদ্দেশ্য কি? আর কি কাজে সেগুলো খরচ করা হয়েছে?

রিয়া চক্রবর্তী, তার ভাই শোয়িক চক্রবর্তী এবং তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী হলেন ৬ জন অভিযুক্তদের মধ্যে তিনজন যাদের বিরুদ্ধে সুশান্তের বাবা এফ আই আর করেছেন। সুশান্তের বাবার কথা অনুসারে, এই লোক গুলো তার ছেলে সুশান্তকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে এবং তার থেকে টাকা গায়েব করেছে।

আর ইডি ইতিমধ্যে রিয়া চক্রবর্তী এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে। তাছাড়া এই সংস্থা সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, তার রুমমেট সিদ্ধার্ত পিঠানি, তার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং রাজপথের দিদি এবং বাবাকেও জেরা করেছে। কারণ তারা আসল সত্যটা খুঁজে বের করতে চাইছে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।