বিনোদনসর্বশেষ

“রিয়ার বাবা এবং মহেশ ভাট মিলে খুন করেছে সুশান্তকে”- দাবি সুনিল শুক্লার

সুশান্ত সিং রাজপুত(Sushant Singh Rajput) এবং রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) খুব কাছের এক বন্ধু সংবাদমাধ্যমে বলল যে, অভিনেত্রী তার বাবার সঙ্গে কথা বলেছে, যে একজন ডাক্তার। এরপর সে ডাক্তার সুশান্ত আজকে তো আমি আর একটু আগে কিন্তু মাহিন্দ্রা যতই বলুক লোকে সিং রাজপুত কে ওষুধ প্রেসক্রাইব করে। এখন অভিনেতার জিম পার্টনার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসলেন। আর এই জিম পার্টনারের নাম সুনীল শুক্লা(Sunil Sukla)।

মূলত সুনিল শুক্লা এই মৃত্যু মামলা সম্পর্কে কেসটিতে আরো বেশি করে গুজব ছড়িয়ে দিলেন। তার মতে, সুশান্তের মৃত্যু দুজন ড্যাডি বা বাবার হাতে হয়েছে। আর এর মধ্যে একজন হল রিয়ার প্রকৃত বাবা, ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং অন্যজন হলো সুগার ড্যাডি মহেশ ভাট (Rhea’s Sugar Daddy Mahesh Bhatt)।

তিনি তার মন্তব্যের স্বপক্ষে কয়েকটি যুক্তিও রাখেন। তিনি বলেন যে, রিয়া তার বাবার কথা শুনে সুশান্তকে ওষুধ খেতে দিয়েছিল। আর এরপর সে তাকে ছেড়ে চলে আসে। আর ওই বাড়ির কেউ অভিনেতা কে ওষুধ খেতে দিয়েছিল। সেই বাড়িতে সুশান্ত ছাড়াও আরও তিনজন লোক রয়েছে। তারা হলেন যথাক্রমে- ফ্লাট মেট সিদ্ধার্থ পিঠানি, রান্নার লোক নীরাজ এবং ম্যানেজার দীপেশ সাওয়ান্ত।

এরপর সুশান্তের ব্যাপারেও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেন সুনীল। তার মতে, সুশান্ত মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিল। আর তাছাড়া জিমে গিয়ে তাদের দেখা হতো এবং তারা দুজনে একসাথে এক্সারসাইজও করতেন। তিনি আরো বললেন যে, সুশান্ত তখন মাল্টি ভিটামিন সাপ্লিমেন্ট খাচ্ছিলেন।

সুনীল আরও বলেছিলেন, অলরেডি ৬৬ দিন পার হয়ে গেছে। আর এর মধ্যে সিবিআই খানিকটা আশার আলো দেখতে পাচ্ছে। এবার সুশান্তের বাড়িতে সুশান্তকে ধরে মোট চারজন লোক রয়েছেন। আর তিনজনের বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। আর তারা এই ঘটনাটির সাক্ষী।

তবুও, তিনজনের বক্তব্যে অনেকটা অমিল খুঁজে পাওয়া যাচ্ছে। আর এর থেকেই ধারণা করা হচ্ছে যে এই পুরো ঘটনাটি পরিকল্পনামাফিক করা হয়েছে। এমনটাই মতামত দিচ্ছেন সুনীল।
তিনি আরো বললেন যে, রাত্রে এই অভিনেতাকে খুন করা হয়েছে। আর সেই একই ব্যক্তি ঝুলিয়ে দিয়েছে। আর সিবিআই ইতিমধ্যে যোগসুত্র খুঁজে পেয়েছে। আর তারা শীঘ্রই রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আবার ডেকে নেবে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।