বিদেশবিনোদনভাইরালসর্বশেষ

আমেরিকান মিডিয়া কোম্পানি সুশান্তের পোস্টার খুলে ফেললো

এই মুহূর্তে সুশান্তের মৃত্যু মামলার তদন্ত জোর কদমে এগিয়ে চলেছে। এরইমধ্যে আমেরিকার একটি মিডিয়া কোম্পানি সুশান্তের পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল (Sushant Singh Rajput’s poster from hollywood removed due to Sweta Singh Kirti’s request)। সেই পোস্টারে সুশান্তের মৃত্যুর জন্য ন্যায্য বিচার দাবি করা হয়েছিল। তাছাড়া ঐ কোম্পানিটি সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির একটি কনভারসেশন শেয়ার করেছে। সুশান্তের দিদির মত অনুসারে, এই প্রচারের মাধ্যমে সুশান্তের সাথে কোন মেয়েকে জড়িত করার চক্রান্ত চলছিল।

শ্বেতা তার ট্যুইটার একাউন্ট এবং ইনস্টাগ্রামে হ্যান্ডেল থেকে ইমেইল এর স্ক্রিনশট শেয়ার করলেন। তিনি জানালেন,” মনে হচ্ছে যে সব জায়গায় পিআর ক্যাম্পেইন অর্থাৎ পাবলিক রিলেশনস ক্যাম্পেইন চলছে। প্রত্যেকে নিজেদের ব্যবসা বড় করার ধান্দায় আছে। হলিউডের বিলবোর্ড কোম্পানি জানিয়েছে যে তারা সুশান্তের পোস্টটি আর রাখবে না। এই পোস্টারে শুধুমাত্র ন্যায্য বিচারের দাবিতে হয়েছিল। #রিপোর্ট ফর এস এস আর #জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত #ওয়ারিয়রস ফর এস এস আর।”

ইমেইলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে,”কোম্পানির টিম ভালোমতো পর্যালোচনা করে দেখেনি যে এই বিজ্ঞাপনটি কি বিষয় নিয়ে। অনেকে মনে করছেন যে এই বিজ্ঞাপনটি মূলত একটা মেয়েকে সুশান্তের সঙ্গে খারাপ ভাবে জড়িত করার চেষ্টা করা হচ্ছে। তাই কোম্পানি এই ধরনের বিজ্ঞাপন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে। আর এর জন্য যে কয়েকটি দিন বাকি আছে তার টাকা ফেরত দেওয়া হবে। ধন্যবাদ।”

তবে এই মুহূর্তে একটা ব্যাপার স্পষ্ট নয়। সেটি হল যে, এই কথোপকথন টি সত্তিকারের শ্বেতার সঙ্গে কোম্পানির হয়েছিল কি না ? নাকি সুশান্তের কোন ফ্যানের সঙ্গে এই কোম্পানির হয়েছিল। আর সেই ফ্যান পোস্টটির জন্য টাকা জোগাড় করেছিল।

কোম্পানির মেইলের উত্তর এ লেখা হয়েছে,”আচ্ছা ঠিক আছে। আমি সেপ্টেম্বর মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে যা খরচ হয়েছে তার পুরো টাকাটা ফেরত পাওয়ার আশা করছি। তাছাড়া আমি ধরে নিচ্ছি যে আপনারা এই ব্যাপারে একটা রেকর্ড এর স্টেটমেন্ট দিয়ে দেবেন। তার কারণ হলো যে, আমাকে এই ব্যাপারটা যারা দান করেছিলেন তাদের সঙ্গে শেয়ার করতে হবে। আর তাদেরকে বোঝাতে হবে যে কেন এই পোস্টারটি রাখা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ।”

আর এই ব্যাপারটি আমাদের ভারতবাসীদের নজরে এলো যখন সুশান্তের দিদি শ্বেতা যখন নিউ জার্সি, মিসিসিপি এবং শিকাগোতে সুশান্তের সঙ্গে তার পোস্টার বানানো হয়েছিল তা শেয়ার করেন। আর ওই পোস্টারে সুশান্তের মৃত্যুর জন্য ন্যায্য বিচারের দাবি করা হয়েছিল। আর এই বিলবোর্ডগুলো সুশান্তের ফ্যান একাউন্টের মাধ্যমে সামাজিক গণমাধ্যমে শেয়ার করা হয়েছে।

This news has been first published in 365 reporter bangla about Sushant Singh Rajput And his Sister Sweta Singh Kirti.

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।