অপরাধকলকাতাখবরসর্বশেষ

চা দিতে দেরি ! ক্রেতা, বিক্রেতাকে এবং তার ছেলেকে ধরে বেধড়ক মার ও অস্ত্র দিয়ে প্রহার

আজকাল মানুষের ধৈর্যশক্তি অত্যন্ত কম তা হয়তো বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা দেখতেই পারি। ধৈর্যের সীমা এতটাই কম যে ধৈর্য হারিয়ে কোন মানুষকে যে বিনা কারণে হেনস্তা করা যায় তা হয়তো না দেখলেও বোঝা যায় না। এভাবেই আমাদের ধৈয্যের পরীক্ষা নানা সময়েই হয়ে থাকে। মাঝে মাঝে নানান ঘটনা দেখে বোঝাই যায় যে ধৈর্য মানুষ হারিয়ে ফেললে অন্য মানুষের জীবনে কতটা বিপদ নেমে আসতে পারে। (Kolkata, West Bengal News : Tea shop owner delays to serve tea so customer beats him and son)

এরকমই একটি ঘটনার উদাহরণ উঠে এলো মহানগরীর থেকে। এই ঘটনাটি ঘটলো মহানগরির বুকেই। আমরা যখন পাড়ায় কিংবা বেপাড়ায় যেখানেই যাই না কেন অসংখ্য চায়ের দোকান দেখতে পাই। সেখানে আমরা যেমন চা খেতে চাই তেমনি আমাদের সাথে থাকে আরো অনেকে।

সুতরাং চা দেওয়ার ব্যাপারে কিছুটা সময়ের বিলম্ব হতেই পারে, তাই বলে যে অতিরিক্ত সময় লেগে যাওয়ার জন্য কাউকে এরকমভাবে হেনস্থা করতে হয় তা হয়তো এই ঘটনার মাধ্যমে সকলের চোখের সামনে উঠে এলো।

শুধুমাত্র চা একটু দেরি হয় দিতে, তার জন্যই মারধোর করে ওই চা দোকানের মালিককে। চা দোকানের মালিক কে মারধর সাথে সাথে চা দোকানের মালিকের ছেলেকেও বেধড়ক মারধর করা হলো সাথে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হলো। (cha dite deri howay kreta dokandar o tar cheleke bedhorok mardhor korlo o ostro dia kop dilo)

এই ঘটনার পরেই চেতলা থানাতে ওই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। খবর সূত্রে জানা গেছে যে, ঐ অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। চা দোকানের মালিক এবং তার ছেলেকে খুনের চেষ্টা করা হয়েছে এরকমই মামলা দায়ের করা হয়েছে।

tea shop owner delays to serve tea so customer beats him and son
চা দিতে দেরি ! ক্রেতা, বিক্রেতাকে এবং তার ছেলেকে ধরে বেধড়ক মার ও অস্ত্র দিয়ে প্রহার