দেশসর্বশেষ

“ঘটনা চেপে যান, না হলে টাকা পাবেন না!”- হাথরাসের গণধর্ষিতার পরিবারকে হুমকি প্রশাসনের

সম্প্রতি আদিত্যনাথ যোগী এর রাজ্য উত্তরপ্রদেশের হাতরাসে ঘটে যায় এক নির্মম গণধর্ষণ কাণ্ড (Brutal rape happens in Yogi Adityanath’s Uttar Pradesh)। হাসপাতালে ভর্তি থাকার পর মনীষা (Monisha Balmiki rape case )নামের ওই মেয়েটি মৃত্যুবরণ করে। তারপর পুলিশ প্রশাসন ওই নির্যাতিতার দেহ কে বাড়িতে পরিবারের হাতে তুলে দেওয়ার আগেই জোর করে মাঠের মধ্যে সৎকার করে। এর ফলে সোশ্যাল মিডিয়া সহ গোটা ভারতবর্ষের মানুষ নিন্দার ঝড় তুলেছে। অপরদিকে পোস্টমর্টেম রিপোর্ট কে ভিত্তি করে এবার পুলিশের পক্ষ থেকে জানানো হলো যে কোন ধর্ষণ ঘটেনি।

পুলিশ কর্তৃপক্ষ জানালো যে, গলায় প্রাপ্ত আঘাতের ফলে মৃত্যু ঘটেছে। আর এই পরিস্থিতির মধ্যেই যোগী সরকারকে কাঠগড়ায় তুললো সাধারন মানুষ। ওই নির্যাতিতার বাড়ি পরিদর্শন করলেন জেলা শাসক এবং এসএসপি। তারা কার্যত থ্রেট দিয়ে দিলেন সেই পরিবারকে।
তারা হুমকির সুরে জানালেন,”এই ঘটনা এখানেই চেপে যান। ভুলেও আর আগ বাড়াবেন না। তাহলে কোন প্রকার আর্থিক ক্ষতিপূরণ পাবেন না। সংবাদমাধ্যম আগামীকাল বিদায় নেবে। আপনারা কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন।” (“Suppress the incident, otherwise you will not get the money!” – The administration threatens the family of gangraped girl Manisha Valmiki in Hathras)

আর এইভাবে রীতিমতো শাসিয়ে নির্যাতিতার বাবাকে দিয়ে বয়ার লিখিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, মৃত্যুর পরবর্তী কালে রাত আড়াইটার দিকে পুলিশি পাহারায় উনিশ বছরের মনীষা বাল্মিকী নামে এই মেয়েটির সৎকার করা হয় (Manisha Valmiki from Hathras, Uttar Pradesh ; Hathras Rape Victim)। আর সৎকারের সময় পরিবারকে একবারও জানানো হয়নি। পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যে তাদের মেয়েকে যেন তাদের বাড়িতে শেষবারের জন্য ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু পুলিশ কর্তৃপক্ষ এই মিনতি কে প্রত্যাখ্যান করেছে। তারা নিন্দাজনক ভাবে পরিবারকে ছাড়াই লুকিয়ে দাহ করে দিয়েছে মৃতদেহ।

অপরদিকে পোস্টমর্টেম রিপোর্টের কথা বলে দাবি করা হলো যে, কোনো প্রকার ধর্ষণ ঘটেনি। অপরদিকে পুলিশ কর্তৃপক্ষ জানালো যে, কোন প্রকার শুক্রাণু নাকি পাওয়া যায়নি। তাছাড়া পুলিশরা হুমকি দিলেন যে, যারা এই ঘটনা দিয়ে পরিস্থিতি উত্তাল করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।