কলকাতাখবরসর্বশেষ

জ্যোতিষ সম্রাট আটকাতে পারলেন না তার জীবনের শেষ নিয়তি।

Kolkata : আমরা সকলেই আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য খুবই চিন্তিত থাকি। আমাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে তা জানার জন্য আমরা অনেকেই ছুটে যাই বিভিন্ন জ্যোতিষবিদদের কাছে। জীবনে বিভিন্ন রকম সমস্যা কাটানোর জন্য আমরা অনেক সময় যাগযজ্ঞ করে থাকি। এছাড়াও পড়ে থাকি অমূল্য রতন। কিন্তু যাদের কাছে আমরা জীবনের ভবিষ্যৎ জানার জন্য দৌড়ে যাই, তারা কি আদৌ তাদের জীবনের সবটুকু জানতে পারেন? তাদেরকে জীবন একেবারেই দুশ্চিন্তাগ্রস্ত হয় না? এই প্রশ্ন অনেকেরই মনে বারবার উঠে আসে। এমন একটি প্রশ্নের আরো একবার সমাধান হয়ে গেল একটি দুর্ঘটনার মাধ্যমে। (The astrological emperor could not prevent the last destiny of his life)

সাতসকালে জনপ্রিয় জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী বাড়িতে আগুন লেগে গেল। তার দোতলা বাড়ি যখন আগুনে পুড়ে যাচ্ছিল তখন সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তার পুড়ে যাওয়া দগদগে দেহ। সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে পাশের বাড়ি পাশের বাড়ির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা করা গেল না। (An astrologist Jyotish named Jayanta Shastri dies due to fire in his Kestopur, Barwaritala, Samarpally home)

চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে শরীরের প্রায় 50% অংশ পুড়ে গিয়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তার পরিবারের লোকজন।

আগুন লেগে যাওয়ার পর প্রথমে দমকল কে বেশ অনেকক্ষণ বেগ পেতে হয়েছিল আগুন নেভানোর জন্য। কিন্তু ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আশে পাশের প্রতিবেশীরা হঠাৎ সকাল আটটা নাগাদ দেখতে পায় যে জ্যোতিষ সম্রাটের বাড়িতে দাউ দাউ করে আগুন লেগে গেছে।

প্রতিবেশীদের তৎপরতার প্রথমে সেখানে উপস্থিত হয় দমকল। আগুন নেভানোর জন্য দমকলের দুটি ইঞ্জিন সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ঘটনাস্থলে। দমকল আসার আগে স্থানীয় বাসিন্দারা হাতে হাতে আগুন নেভানোর কাজে তৎপর হয়েছিলেন।কিন্তু এত কিছু করেও কেষ্ট পুর বারোয়ারি তলা বাড়ি থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা গেল না জ্যোতিষ সম্রাট কে। শেষ পর্যন্ত নিজের বাড়িতেই চলন্ত অবস্থায় পুড়ে মারা গেলেন তিনি। (Jotish samrat atkate parlen na ter jiboner sesh niyoti. agun e pure mara gelen)

The astrological emperor could not prevent the last destiny of his life
জ্যোতিষ সম্রাট আটকাতে পারলেন না তার জীবনের শেষ নিয়তি। (Collected photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।