খবরদেশসর্বশেষ

কৃষ্ণের জন্ম ভূমি থেকে মসজিদ সরানো নিয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করল কোর্ট

Mathura: মথুরা হলো শ্রী কৃষ্ণের জন্মভূমি। শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্র হবার কারণে এই মথুরা-বৃন্দাবন আজও সকলের কাছে খুবই প্রিয় স্থান। দীর্ঘদিন টানাপোড়েনের পর এইবার মধুরা আদালত নিলো এক পদক্ষেপ। শ্রীকৃষ্ণের জমি থেকে মসজিদ সরানোর মামলা গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণের একদল ভক্ত আধিকারিক দাবি করেছিলেন যে, সপ্তদশ শতকে ঔরঙ্গজেব শ্রীকৃষ্ণের মন্দিরের কিছু অংশ ভেঙে মসজিদ বানানোর হুকুম দিয়েছিলেন, তারা বলেন মথুরা হলো শ্রী কৃষ্ণের জায়গা। তারা মধুরা আদালতের কাছে মামলা করেন এই মসজিদ সরানোর জন্য। (The Mathura court takes a new steps to remove Mosque from Sri Krishna’s birthplace)

কিন্তু ২রা অক্টোবর মথুরা আদালত এই মামলাটি খারিজ করে দেন। খারিজ করেন জেলা দায়রা বিচারক ছায়া শর্মা। প্রথম দিকে এই মামলাটির উপর কোনো জোর দেওয়া হয়নি, তবে শুক্রবার বিচারক সাধনা রানি এই বিষয়টি শুনানির জন্য গ্রহণ করেন। (Justice Chhaya Sharma closes the case but Justice Sadhana Rani reopens it)

১৮ই নভেম্বর এই মামলার শুনানি হবে বলে জানা গেছে। মামলা করা হয়েছে মুসলিমদের সহযোগিতা নিয়ে মসজিদ ট্রাস্ট শ্রীকৃষ্ণের জন্মস্থান ট্রাস্টের অধীনে থাকা কেশব দেবের সম্পত্তির ওপর দখল করেছে, যা তাদের উচিত হয়নি।

বলা হয় যে ১৯৬৮ সালে ১২ই অক্টোবর মসজিদ ট্রাস্ট শ্রীকৃষ্ণের জন্মভূমি সেবা সংঘের অন্তর্গত জমি দখল করেন। তারা আরো বলেন, আইন অনুযায়ী মন্দিরের সম্পত্তি কেউ দখল করতে পারে না। যদি বিগ্রহের সম্পত্তি কেউ দখল করে তবে সেটা পুনরুদ্ধার করার মতো আইন রয়েছে। (In 12 October, 1968, Masjid Trust takes possession of the land of Sri Krishna Janmabhumi Seba Sangha, Mathura, Uttar Pradesh)

পিটিশনে বলা হয় যে ঔরঙ্গজেব সমস্ত হিন্দু জায়গা গুলোকে ধ্বংস করে দিয়েছিল এবং সেখান শাহী ইদগা মসজিদ তৈরি করেছিলেন। (Petition claims Samrat Aurangzeb destroyed Hindu temples and construct Shahi Idgah Masjid )

এই ঘটনা নিয়ে মথুরায় এখন মামলা চলছে। হিন্দু সংগঠনরা আগে যেমন অযোধ্যা পুনরুদ্ধার করার মতো ব্যবস্থা নিয়েছিলেন তেমনি কাশী-মথুরা পুনরুদ্ধারের জন্য তারা চেষ্টা করছেন। (One can compare this Kashi-Mathura case as Ayodhya Babri case )

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।