বিয়ের আসরে জমিয়ে বাবা এবং মেয়ের নাচ, মুহূর্তে হয়ে গেল ভিডিও ভাইরাল
বিয়ে মানে এখন একটি বিশাল অনুষ্ঠান। শুধুমাত্র দুই পরিবারের মিলন নয়, রীতিমত একটি ইভেন্ট করা হয় এখনকার বিয়েতে। বিয়ের আগে থেকে শুরু হয়ে যায় প্রি ওয়েডিং ফটোশুট। সঙ্গীত অথবা মেহেন্দি, এসব কিছুর মধ্যে দিয়ে সম্পন্ন হয় বিবাহ। জমজমাট হয়ে থাকে বাড়ি। চারিদিকে থাকে ক্যামেরার ভিড়। সকালে চান যে, বিয়েটাকে একটু স্পেশাল করে নিতে। (Viral News : The dance of daddy and daughter goes viral on a marriage ceremony)
আগে বিয়ে হলেও সেটি থাকতো ঘরোয়া। এখনকার মতো সেলিব্রেশন চোখে পড়তো না। তখন মামা কাকারা মিলে একটি বিয়ে করিয়ে দিত। কিন্তু এখন বিয়ে মানেই একটি সেলেব্রেশন। ঠিকমতো সাজিয়ে তোলার জন্য বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয় ইভেন্ট ম্যানেজমেন্ট কে। কনের জন্য থাকে মেকাপম্যান। তাই ঐটুকু সময়ের জন্য নিজেকে রানী ভাবা টা অস্বাভাবিক কিছু নয়।
সোশ্যাল মিডিয়াতে আমরা আজকাল অনেক কিছু দেখতে পাই। প্রত্যেকে নিজেদের বিবাহ কিছুটা অন্যরকম করে তুলতে চান সকলের সামনে।ঘরোয়া পার্টি অথবা মেহেন্দি অনুষ্ঠানে সকলেই নাচ করতে চান। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আদরের কন্যা সঙ্গে নাচ করছেন তার বাবা। তাদের নাচ দেখে রীতিমতো আপ্লুত হয়ে যান সেখানে উপস্থিত সকলেই।
আমরা সকলেই জানি যে বাবা এবং মেয়ের সম্পর্ক কতটা সুন্দর। একজন বাবা তার সমস্ত জীবনের পুঁজি খরচ করে দেন তার মেয়ে বিয়ের জন্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, অক্সাইড ড্রেস পড়েছেন কন্যা। এবং বাবা রয়েছেন সাদা কালো পোশাকে। দুজনেই জমিয়ে নাচ করছেন। তবে বাবার মুখে ভঙ্গির ছিল চোখে পড়ার মতো। মনেই হবেনা যে তিনি তার মেয়ের সঙ্গে নাচ করছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে সাথে সাথে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। সকলেই বাবা এবং কন্যার যুগলবন্দির প্রশংসা করেছেন।
