সর্বশেষ

ভারতে নবনির্মিত চেনাব ব্রিজ টেক্কা দিচ্ছে আইফেল টাওয়ার‌কে

আবার বিশ্বরেকর্ড গড়তে চলেছে ভারত। এবার আইফেল টাওয়ার এর থেকে উঁচু ব্রিজ তৈরি করে নজির গড়তে চলেছে দেশ। এই ব্রিজের নাম চেনাব ব্রিজ (Chenab Bridge)। প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা ৩২৪ মিটার। কিন্তু কাশ্মীরে নবনির্মিত চেনাব ব্রিজের উচ্চতা ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৫৯ মিটার।

এই ব্রিজ উচ্চতায় প‍্যারিসের আইফেল টাওয়ারকেও টেক্কা দিতে চলেছে। ব্রিজের সিংহভাগ অংশের কাজ শেষ হয়েছে। প্রস্তাবিত ১৭৪ কিমি অংশের ১২৬ কিমি‌ সম্পন্ন হয়েছে। সম্প্রতি নেটদুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে চেনাব ব্রিজের নির্মাণ হ‌ওয়ার সংবাদ। এই ব্রিজ তৈরির জন্য প্রধানমন্ত্রী উন্নয়ন যোজনার তরফে ৮০,০৬৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দেশবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এই ব্রিজ নির্মাণ। যা জাতীয় উন্নয়নের এক অনন্য নজির গড়ে তুলেছে।

চেনাব ব্রিজ নির্মান শুরু হয় ২০০২ সালে। কিন্তু নির্মাণের কাজ স্থগিত হয়ে যায় প্রাকৃতিক ত্রুটির কারণে। ২০১৯ সালে পুনরায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। এটি প্রধানত রেল ব্রিজ হিসেবেই নির্মাণ করা হয়েছে। সর্বাধিক প্রতি ঘন্টায় ২৬৬ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।

২০২২ সালের মধ্যেই ব্রিজ তৈরির কাজ শেষ হবে বলে জানানো হয়েছে সরকারি তরফে। এই ব্রিজ নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পর্যটনের কেন্দ্র হিসেবেও মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কাশ্মীরের চেনাব ব্রিজ, এমনটাই আশা রাখছে সরকারিমহল।