খবরটেকনোলজিভাইরালসর্বশেষ

মহাকাশে মহাকাশচারীদের শ্যাম্পু করার গোপন রহস্য ফাঁস

আপনারা প্রত্যেকেই জানেন যে মহাকাশে গেলেই সবাই ভাসতে শুরু করেন। চাঁদের মাটিতে ও ঠিক একই রকম ব্যাপার ঘটে থাকে। আর আপনি জীবনে কোনদিন মহাকাশে না গেলেও টিভিতে কিংবা সিনেমাতে এরকম দৃশ্য অনেকবার দেখে ফেলেছেন। তবে এরই মধ্যে একটা গোপন ব্যাপার ফাঁস হয়ে গেল। আর তা হলো মহাকাশে মহাকাশচারীদের শ্যাম্পু করার গোপন রহস্য। (The secret of shampooing astronauts in space revealed)

এমনিতে শ্যাম্পু করার মধ্যে আহামরি কোনো ব্যাপার নেই। আমরা প্রত্যেকে প্রায় নিত্যদিন করে থাকে এই কাজ। কিন্তু মহাকাশে গিয়ে এই ব্যাপারটা কি রকম হতে পারে ? তা সত্যি একটা চিন্তার বিষয়। তবে সাম্প্রতিককালে নাসার একজন মহাকাশচারী ক্যারেন নাইবার্গ চুলে শ্যাম্পু করার একটি ভিডিও দিলেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল। (Astronaut Karen Nyberg shows a viral video of shampooing his hair)

প্রকৃতপক্ষে এই ভিডিও দেখার পর অনেক লোক ভীষণভাবে আতঙ্কিত হয়ে উঠেছেন। মূলত এই ভিডিও দেখার পর সবাই ভাবছেন যে মহাকাশে গিয়ে শ্যাম্পু করা অত্যন্ত শক্ত কাজ।

প্রকৃতপক্ষে এই ভিডিওটি বেশ আগের। তবে পুনরায় এক ব্যক্তি রেডিটে শেয়ার করে দিয়েছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্রথমে ওই মহাকাশচারী মাথায় জল ঢালছেন। আর মধ্যাকর্ষণের অভাবে যা ঘটার তাই ঘটছে। জল মাথায় না পড়ে এদিক-ওদিক ছিটকে পড়ছে। আবার ওই বিজ্ঞানী চেষ্টা করছেন সেই জল তার মাথার উপর ফেলতে।

প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে মহাকাশে গিয়ে জল ঠিক যেন হীরের সমতুল্য। অনেক হিসেব কষে সেখানে জল ব্যবহার করতে হয় আর কোনোভাবেই নষ্ট করার অনুমতি থাকে না। অধিকন্তু সেখানে সমস্ত জিনিসপত্র পুনরায় ব্যবহার করা হয়।

ওই বিজ্ঞানী মাথায় জল দেওয়ার পর একটি শ্যাম্পু নিচ্ছেন তারপর তার গামছা দিয়ে ভালোভাবে গোটা মাথায় ছড়াচ্ছেন। আর তিনি ব্যবহার করছেন নো রিন্স শ্যাম্পু। আর এই সম্পদ ব্যবহার করার কারণ হিসেবে জানা গেল যে এই শ্যাম্পু ব্যবহার করলে জল দেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি তোয়ালে দিয়ে হালকা ঘষে তার মাথা থেকে ময়লা তুলে ফেলছে। ইতিমধ্যে এই ভিডিওটিতে 1 লাখের কাছাকাছি লাইক পড়ে গিয়েছে। একজন আবার কমেন্ট করেছেন,”এইভাবে জল ছাড়া মাথা পরিষ্কার করার পর বাড়ি ফিরে স্নান করার একটা অন্যরকম অনুভূতি রয়েছে।”

The secret of shampooing astronauts in space revealed
মহাকাশে মহাকাশচারীদের শ্যাম্পু করার গোপন রহস্য ফাঁস (Credit : Reddit)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।