“বিদেশি নীল ছবির স্টারদের দিয়ে অভিনয় করান মহেশ একতা!”- সুশান্তর মৃত্যুতে পায়েল এর প্রতিক্রিয়া

চিরকাল ধরে বলিউডের সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে। আর সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরেও সেই সম্পর্ক দেখা গেল। বিজেপি নেত্রী পায়েল রোহাতগি বলিউডে নামে মাত্রই কাজ করেন। তবে বিতর্কিত মন্তব্য করার জন্য মানুষ তাকে বারবার সমালোচনা করেছেন। এক্ষেত্রে সুশান্তের মৃত্যুর পর তিনি একটি ভিডিও বার্তা দেন। আর এই ভিডিওতে সমালোচনা করলেন বলিউডের বড় বড় পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের।

বক্তব্যের শুরুতেই পায়েল মহেশ ভাট এবং একতা কাপুরের উদ্দেশ্যে বলেন, “এই দুই প্রযোজক পরিচালক বিদেশ থেকে পর্নস্টারদের নিয়ে আসেন ।এরপর তাকে সুযোগ দিয়ে ভারতের শিল্প সংস্কৃতি কে নষ্ট করছেন। তবুও ভারতের ভালো ভালো অভিনেতা-অভিনেত্রীদের কাজ করার সুযোগ দেবেন না।”

এখানে একটা কথা পরিষ্কার যে পর্নস্টার বলতে সানি লিওনি কেই বুঝিয়েছেন। তার মত অনুযায়ী, সুশান্ত একতার আবিষ্কার। তাই সুশান্তর অভিযোগের যথেষ্ট গুরুত্ব দেওয়ার পরিবর্তে কিন্তু তিনি তা করেননি। তিনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ভালো ভালো কথা বলে সুশান্তর প্রতি সহমর্মিতা দেখিয়েছেন কিন্তু তিনি এর বদলে যদি ডেকে কাজ দিতেন তাহলে হয়তো এই দিনটি দেখতে হতো না।

একই সাথে পায়েল মহেশ ভট্ট কেও ছেড়ে দেননি। সুশান্ত বারবার কাজ করার জন্য মহেশের কাছে গেছেন। কিন্তু কাজের সুযোগ দেননি। পরপর প্রচুর কাজের সুযোগ পেয়েছে স্টার কিডরা। কিন্তু মেধাবী সুশান্ত প্রত্যাহত হয়েছেন। টেলিভিশন থেকে তিনি ছবিতে সুযোগ পেয়েছেন বলেই নাকি তার সঙ্গে এরকম বাজে ব্যবহার করা হয়েছে বারবার। আর এমনটাই মনে করেন পায়েল।

হাই বন্ধুরা, প্রতিদিনের গুরুত্বপূ্র্ণ খবর পাওয়ার জন্য bangla.365reporter বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *