অপরাধকলকাতাখবরসর্বশেষ

গুন্ডাদের কে বোনের বিয়ের 3 লাখ টাকা দিয়ে রক্ষা পেলেন তিনজলার যুবক

টাকা না দিলে প্রাণ নিয়ে নেওয়া হবে এরকমই ধমকি এসেছিল দুষ্কৃতীদের তরফ থেকে তিলজলারএক যুবক নাদিমের কাছে। শেষ পর্যন্ত প্রাণে বাঁচার জন্য বোনের বিয়ের তিন লাখ টাকা তুলে দিল দুষ্কৃতীদের হাতে,যার পরেই প্রাণে রক্ষা পেল নাদিম। ২৯ বছরের তিলজলার এক বাসিন্দা নাম মোহাম্মদ নাদিম। তিনি পেশায় একজন ওয়েব ডিজাইনার। (Muhammad Nadim Kidnap case in Tiljala, Kolkata News : This man from Tiljala gives 3 lakh rupees to the dacoits to get relief. He collects that money for his sisters marriage)

জানা গেছে যে শুক্রবার দিন ভোর বেলাতে নাদিম বাইকে করে সল্টলেক থেকে ফিরছিল তার বাড়ি , তার সাথে একটি বন্ধু ছিল, হঠাৎ করেই একটি হলুদ রঙের ট্যাক্সি তিনবার তার বাইকের সঙ্গে ধাক্কা দেয়, এরপর যখন তারা সাইন্স সিটি এলাকায় গিয়ে পৌঁছায় সেই সময় হঠাৎ করেই তাকে ছুরি দেখানো হয় এবং তাকে ট্যাক্সিতে তুলে নেওয়া হয়। ওই গাড়িতে ছিল চারজন। ওই চারজন ব্যক্তির মধ্যে তিন জনকে নাদিম চিনতো।

নাদিম পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে যে,গাড়ির মধ্যে যখন তাকে তুলে নেওয়া হয়, তারপরেই তাকে পিস্তল দেখানো হয় এবং পিস্তল দেখিয়ে তার কাছ থেকে প্রায় ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর নাদিমকে দুষ্কৃতীরা হুমকি দেয় যে যদি প্রাণে বাঁচতে হয় তাহলে যেন অনেক টাকা নিয়ে সে যেন আসে।

শেষ পর্যন্ত কোন উপায়ান্তর না পেয়ে বাড়িতে রাখা ছিল তার বোনের বিয়ে হওয়ার জন্য তিন লাখ টাকা সেই টাকাটাই সম্পূর্ণ তুলে দেওয়া হয় ওই দুষ্কৃতীদের হাতে, এরপরই ছাড়া পায় নাদিম।

এই সম্পূর্ণ ঘটনাটি নাদিম পুলিশকে জানালে নাদিমের কাছে আসে প্রাণ কেড়ে নেওয়ার হুমকি। সম্পূর্ণ ঘটনাটি নাদিম প্রগতি ময়দান ময়দান থানায় জানায়। এরপরই সোহেল আলী এবং শেখ আনসার নামে দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। আপাতত বাদ বাকি যে দুজন ছিল তাদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। (Police arrests Sohail Ali and Seikh Answar)