খবরদেশসর্বশেষ

এইবার কাশ্মীরি পণ্ডিতরা ক্ষিপ্ত মোদি সরকারের ওপর

কাশ্মীরের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের সূত্রপাত শুরু হওয়ার পর কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কাশ্মীরি পন্ডিতরা। তারা কেন্দ্রের বিরুদ্ধে অগ্রসর হয়ে মোদি সরকারের বিরুদ্ধে বলেন যে, আগে সরকার যেমন তাদের বাসস্থানে ফিরে যাওয়ার জন্য সাহায্য করেনি তিনি মোদি সরকার ও তাদের কোনো রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। (This time Kashmiri scholars are angry with the Modi government)

তারা আরো বলেন যে মোদি সরকার তাদের কাশ্মীর উপত্যকার বাইরে থাকা দিনের পর দিন আরো সুনিশ্চিত করছে।

পরিযায়ী পুনর্বাসন এবং প্রত্যাবর্তন সংগঠনের চেয়ারম্যান সতীশ হালদার বলেন, “গত ৩১ বছর ধরে আমরা যাতে ঘরে ফিরতে পারি সেই রকমেরই একটা ব্যবস্থার অপেক্ষা করছি কিন্তু ফেরার মত কোন বন্দোবস্ত সরকার আজও অব্দি না করে কাশ্মীরের জমি বিক্রি করার কথা বলছেন। আমাদের এখন একটাই চিন্তা হয়তো আমাদের জমি, আমাদের মাটি সমস্তকিছুই জমি মাফিয়ারা দখল করে নেবে । আমাদের যে সমস্ত মন্দির, ধর্মীয় স্থান রয়েছে সমস্ত কিছু দখল করে নেবে তারা। আমাদের একটাই দাবি যে আমাদের এই জমিটি বিক্রি করা বন্ধ করে আগে আমাদের বাসস্থান এবং উপত্যাকায় ফেরানোর ব্যবস্থা করা হোক।” (Satish Haldar- Parijayi Punarbasan and Prottaborton Chairman)

আরো বলেন, “প্রায় ৫ লক্ষ কাশ্মীরি পন্ডিত আজ অব্দি ঘরছাড়া । একটু একটু করে আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি আর কতদিন এইরকম ভাবে আমাদের সহ্য করতে হবে এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই সম্প্রদায় একসময় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যাবে।”

তিনি আরো বলেন, “উনিশটি কাশ্মীরি পন্ডিত পরিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর কাছে পুনর্বাসনের জন্য আবেদনপত্র জমা দেন কিন্তু আজ পর্যন্ত কেন সেগুলোর সঠিক রায় ঘোষণা হলো না। ৩৭০ ধারা লুপ্ত হয়ে গেল, কিন্তু তা আমাদের পুনর্বাসনের জন্য কোন ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হলো না।” (19 Kashmiri Pandit Family)

কাশ্মীরি পন্ডিত সংগঠন জম্মু-কাশ্মীর পর্যন্ত প্রতিবাদ মিছিল করতে চাওয়ায় পুলিশ তাদের আটকে দেয়।

This time Kashmiri scholars are angry with the Modi government
এইবার কাশ্মীরি পণ্ডিতরা ক্ষিপ্ত মোদি সরকারের ওপর (Credit : Facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।