কলকাতাখবরসর্বশেষ

এইবার গায়েব হলো প্রায় দেড় কোটি টাকার সোনা

প্রায় দেড় কোটি টাকার সোনা চুরি অভিযোগ গেল কলকাতার এক কর্মীর উপর। মুম্বাইয়ে একটি নামকরা বিখ্যাত সোনার জিনিস তৈরির সংস্থা রয়েছে সেই সংস্থার থেকে প্রায় আড়াই কোটি টাকার সোনা গায়েব করা হয়েছে এরকম অভিযোগ সংস্থার কর্তা জানান। (This time the gold worth about one and a half crore rupees has disappeared)

পুলিশকে ওই সংস্থার কর্তা অশ্বিন জয়ন্তীলাল জৈন জানান যে, মুম্বাইতে তাদের এই সোনার জিনিস তৈরির জন্য কয়েকটি ওয়াকসপ রয়েছে এবং সেই ওয়াকসপে বিভিন্ন জিনিস তৈরি করার পর সেগুলো বিভিন্ন রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হয় । এই সমস্ত গোয়নাগুলো রাজ্যের নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত থাকে কিছু কর্মী। (Gold Jewellery shop owner Ashwin Jayantilal Jain)

কলকাতায় তাদের একটি সংস্থা রয়েছে, যেখানে কাজ করে কলকাতারই এক কর্মী। তার সেই পরিমাণ সোনার গয়নাগুলি পৌঁছানোর কথা ছিল।

তাছাড়াও মুম্বাইয়ে আর একজন কর্মী ছিলেন যার নাম প্রবীন রাওয়াল, তিনিও গয়না নিয়ে মাঝে মাঝে কলকাতায় আসতেন এবং ফুল বাগানে যে সংস্থাটি রয়েছে সেখানেই থাকতেন। (Gold Agency in Phoolbagan, CIT Road, Kolkata)

তবে কিছুদিন ধরে সংস্থা লক্ষ্য করেছিল যে, যে সমস্ত গয়না গুলি কলকাতায় ব্যবসায়ীদের কাছে পাঠানোর জন্য দেওয়া হয়েছিল সেগুলোর মধ্য থেকে প্রায় ২ কেজি ৮৪৯ গ্রাম সোনা সোনার গয়নার হিসাব মেলানো যাচ্ছে না।

২ কেজি ৮৪৯ গ্রাম সোনার দাম প্রায় দেড় কোটি টাকার ওপরে। এরকমভাবে গায়েব হয়ে যাবে সেটার কোনো রকম যুক্তিযুক্ত কথা সেই কর্মী বলতে পারেননি। হিসাব মেলানো কথা পর্যন্ত সংস্থা থেকে বলা হয়।

সেই কর্মীর আর কোনো খোঁজ নেই। জানা যায় যে, সেই সমস্ত গয়না একটু একটু করে সরিয়েছে এবং সেটা এখন পুরোপুরি তার নিখোঁজ হয়ে যাওয়ার পর পরিষ্কার। পুলিশ এখন এই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে, তবে কি করে এত গয়না চালাকির সঙ্গে সরিয়ে নিতে পারল সেটাই এখন প্রশ্ন।

This time the gold worth about one and a half crore rupees has disappeared
এইবার গায়েব হলো প্রায় দেড় কোটি টাকার সোনা

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।