কলকাতাখবররাজ্যসর্বশেষ

এইবার কালীপূজায় বাজি ফাটানো আটকাতে নতুন প্রকল্প পুলিশের

সারা বছরের সবচেয়ে বেশি বাজি ফাটানো হয় দীপাবলিতে। শব্দ বাজি থেকে অন্যান্য বাজি গুলোতে যথেষ্ট পরিবেশ দূষণ হয় সেটা আমরা সকলেই জানি কিন্তু আনন্দে আত্মাহারা হয়ে আমরা সেটা ভুলে গিয়ে অতিরিক্ত মাত্রায় শব্দবাজি থেকে অন্যান্য বাজিগুলো ফাটাতে থাকি। প্রত্যেকবারই বেশি বাজে না পাঠানোর অনুরোধ জানানো হয় সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু সেটা সব সময় অগ্রাহ্য করে সাধারন মানুষেরা তাদের কাজ করে যায়। (This time the police has a new way to prevent fireworks in Kali Puja 2020)

তবে এইবার পরিস্থিতিতে অনেকটা অন্যরকম করোনার পরিস্থিতির কারণে, হাইকোর্ট থেকে নির্দেশ জানানো হয়েছে, বাজি না ফাটাতে ,বাজি ফাটানোর ফলে যে সমস্ত করোনা আক্রান্ত মানুষেরা রয়েছে তাদের অনেক সমস্যা হতে পারে।

তবে এইবার বিশেষ উদ্যোগ নিল লালবাজারের পুলিশরা। লালবাজার এর পক্ষ থেকে জানানো হয়েছে যে , যে সমস্ত জায়গায় সবথেকে বেশি বাজি ফাটানোর অভিযোগ আসে সেই সমস্ত জায়গা গুলি ব্ল্যাক ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করেছেন এবং সেই সমস্ত জায়গাগুলিতে বিশেষ পদক্ষেপ নেবে এবার পুলিশ। (An initiative from Lalbazar Police)

লালবাজার এর তরফ থেকে জানানো হয়েছে যে যদি কোনো জায়গাতে বাজি কোনরকম বেচাকেনা করা হয় অথবা পোড়ানো হয় তবে সে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লালবাজার এর পক্ষ থেকে জানানো হল যে, কোন চেষ্টার কমতি রাখবে না তারা প্রমাণ হিসেবে সমস্ত কিছুর ভিডিও রেকর্ডিং করা হবে।

ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত হয়েছে কলকাতার বালিগঞ্জ, বাগবাজার, ফুলবাগান, পাটুলি, যাদবপুর সহ আরও কয়েকটি এলাকা।

এবার বাজি পটকার ব্যবহার কমানোর জন্য পুলিশ করবে গাড়ি এবং অটোরিকশায় ঘোরাফেরা। লালবাজারের থেকেই জানা গিয়েছে যে, মোট নয়টি ডিভিশন ১১৪ টি গাড়ি শহরগুলিতে ঘুরে বেড়াবে এবং সেখানে নজর চালাবে। দুজন করে পুলিশকর্মী থাকবে প্রতিটি অটোরিকশায়, এরপরেও লালবাজার থেমে থাকবে না । তারা গোয়েন্দা বিভাগ অ্যান্টি ক্রাইম টিমকে এই ব্যাপারে নামানোর পরিকল্পনা করেছেন।

বাঘাযতীন রেল গেটের দিকে পুলিশ তল্লাশি করার ফলে ওখানে বাজি ধরা পড়েছে এবং আরো একটি জায়গাতে বাজি বিক্রির অপরাধে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত পালিয়ে যায় সেখান থেকে, তবে দুটি ঘটনাকেই এই বিস্ফোরক জনিত আইনের মামলা রুজু করা হয়েছে।

This time the police has a new way to prevent fireworks in Kali Puja
এইবার কালীপূজায় বাজি ফাটানো আটকাতে নতুন প্রকল্প পুলিশের

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।