খবরবিনোদনরাজনীতিরাজ্যসর্বশেষ

ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর মনোনয়ন ঘিরে নাটক ! হামলা মুকুলের ছেলের গাড়িতে

টলিউডের অন্যতম বিখ্যাত পরিচালক হলেন রাজ চক্রবর্তী। বুধবার ব্যারাকপুরে মহকুমা শাসকের কার্যালয়ে তিনি গিয়েছিলেন মনোনয়নপত্র জমা দিতে। কিছুক্ষণ বাদেই সেখানে উপস্থিত হন বিজপুর এর বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়। হঠাৎ করেই কিছুক্ষণের মধ্যে দুই দলের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কি থেকে শুরু করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এই গণ্ডগোলের সময় নাকি শুভ্রাংশু কে এবং তার লোকজন কে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ করেছে বিজেপি। (West Bengal Assembly Election 2021 News: TMC BJP clash at Barrackpore, North 24 Parganas. Raj Chakraborty TMC candidate and Mukul Son Subhranshu Roy BJP candidate)

বিজেপির অভিযোগ অনুযায়ী, শুভ্রাংশু কে খুন করার চেষ্টা করেছিল তৃণমূল। যদি এই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তৃণমূল।এই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ জানিয়েছেন, শুভ্রাংশু রায় এর লোকজনের ওপর পুলিশের সামনেই গুলি চালানো হয়েছে। এ থেকে নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না।

ঘটনা প্রসঙ্গে শুভ্রাংশু জানিয়েছেন যে, মনোনয়ন দিয়ে বেরোনোর সময় জানতে পারি যে তৃণমূলের গুন্ডা আমাদের ছেলে কে মেরেছে। অকথ্য ভাষায় তারা গালাগালি করে। প্রতিবাদ করার সময় আমাকে ইট এবং লাঠি দিয়ে আক্রমণ করা হয়। সেখানে নিরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিল পুলিশ। কোন কিছুই করার ক্ষমতা নেই তাদের। ধাক্কাধাক্কি তে আমার ঘাড়ে লেগেছে।আমাদের কর্মীদের মধ্যে 15 জন হাসপাতালে ভর্তি, তাদের মধ্যে দুজনের অবস্থা ভীষণভাবে আশঙ্কাজনক।

পাশাপাশি তিনি এও বলেন যে, আমাকে প্রানে মারা চেষ্টা করা হয়েছে। তবে নৈহাটি তৃণমূল নেতা পার্থ ভৌমিক এই ঘটনায় জানিয়েছেন যে, আমাদের তিন জন কর্মীর গুলিতে আহত হয়েছে। অনুরোধ করব এই রকম ঘৃণ্য রাজনীতি অবিলম্বে বন্ধ করা হোক। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হোক।

তৃণমূল নেতা মদন মিত্র জানিয়েছেন যে, শুভ্রাংশু মুকুলের ছেলে। সে আহত হলে অবশ্যই দুঃখ পাবো। কিন্তু রাজনীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবো না আমরা। মমতা ব্যানার্জি যখন আহত হয়েছিলেন তখন বলা হয়েছিল নাটক, আর এক্ষেত্রে সেটা হয়ে গেল গুরুতর। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। এই ঘটনার পেছনে অর্জুন সিং এর হাত রয়েছে। যে আমলে ছেলেদের গায়ে হাত পড়েছে একিভাবে।

তবে এই প্রসঙ্গে পুলিশ গুলি চালানোর ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে। ব্যারাকপুর পুলিশ কমিশনার এই প্রসঙ্গে জানিয়েছেন, গুলি চালানো হয়নি। দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছিল, সঙ্গে সঙ্গে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

tmc bjp clash at barrackpore raj chakraborty and subhranshu roy candidate
ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর মনোনয়ন ঘিরে নাটক ! হামলা মুকুলের ছেলের গাড়িতে