খবররাজনীতিরাজ্য

বিজেপিকে ফের সতর্কবার্তা দিল অনুব্রত

বিহারের ভোটে এমআইএম জমিতে শক্ত করে নেওয়ার পর চিন্তা বাড়ালো বাম-কংগ্রেস সকলেরই। চতুর্থবারের মতো বিহারের শাসন ব্যবস্থা হাতে তুলে নিলো এমআই এম দল। বিহারের ভোটে জেতার পরেই এমআইএম এর নেতা বাংলায় হুংকার দিলেন ‘এইবার বাংলার পালা’। এই ব্যাপার এরপর সত্যিই চিন্তায় পড়ে গেছেন বিরোধী দলসহ বাম- কংগ্রেস। (TMC leader Anubrata Mandal warns BJP due to the words of MIM party)

দক্ষিণবঙ্গে বীরভূম এবং উত্তর ২৪ পরগনা জেলার ভোট নিয়ে বিশেষ সতর্কতা রয়েছেন রাজ্যের শাসক দল। কারণ এই দুই জেলাতেই মুসলিম ভোটার সংখ্যা সবচেয়ে বেশি।

তৃণমূলের মতে যদি দক্ষিণ ২৪ পরগনা জেলায় সংখ্যালঘুদের সংগঠন তৈরি হয়ে থাকে তাহলে তার পিছনে এমআইএম রয়েছে।

বীরভূমের একটি দলীয় সভায় তৃণমূল সাংসদ অনুব্রত মণ্ডল বলেন যে ‘এম আই এম কে ভুলেও কেউ বিশ্বাস করবেন না দলটা বিজেপি চালিয়ে থাকে বিহারের ভোটের অনেকটা সুবিধা দিয়েছে এই দল’।

সকলেরই জানা যে বীরভূমে যদি বিধানসভার ভোট হয় তবে মুসলিম ভোট ফ্যাক্টর। বীরভূমের বেশিরভাগ আসনেই তৃণমূলের হাত । অনুব্রত বলেন ‘ পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলমানরা রয়েছে তারা সবাই যথেষ্ট বুদ্ধিমান তাই বলব এই দলটাকে বিশ্বাস কখনোই করবেন না’।

উত্তরবঙ্গের লোকসভা ভোটে বিজেপি জিতেছে মালদা, রায়গঞ্জ, বালুরঘাটে বিজেপি জিতেছে এই তিনটে আসনেই যথেষ্ট প্রভাব রয়েছে মুসলিমদের ভোটের।

রাজ্যে প্রায় ১৩০ টি বিধানসভার মধ্যে মুসলিমদের ভোটের প্রভাব অনেক বেশি। মুসলিমদের ভোটের কারণে গত বছরের লোকসভা নির্বাচনে ৯৮ টি তে তৃণমূল করেছিল এবং ৮ টি এবং বিজেপি ছিল ২৮ টিতে।

২০১১ সালে মুসলিমদের একটি বড় অংশ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল এবং যার ফলে সংখ্যালঘুদের ভোটে ভোটব্যাংকে বিশাল জয় করে ফেলেছিল তৃণমূল।

TMC leader Anubrata Mandal warns BJP due to MIM factor
বিজেপিকে ফের সতর্কবার্তা দিল অনুব্রত (Credit : Twitter and Facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।