খবরভাইরালরাজনীতিরাজ্যসর্বশেষ

রাজনীতি মহলে এবার সুর বাজাতে শুরু করলেন মদন মিত্র – Oh Lovely Madan Mitra – Kumro Song

রাজনীতি মহলে এবার গানের সুরে সুর শুরু করলেন তৃণমূলের নেতা মদন মিত্র। ভোটের আগে যে সমস্ত নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, তাদের উদ্দেশ্যে এবার গান বাঁধলেন তিনি। মদন মিত্র এমনিতেই বেশ বিখ্যাত তার ওপর আবার ফেসবুকে লাইভে এসে গান বাঁধলেন। (West Bengal Assembly Election 2021 News : TMC leader Madan Mitra sings oh lovely kumro song viral in rajniti maidan)

ভিডিওতে দেখা গেল হাতে একটি কুমড়ো নিয়ে গান রেকর্ডিং করতে। মদন মিত্র বলেন যে, এই গানটি ভ্যালেন্টাইন্স ডে তে সকল বাংলার মানুষকে দেওয়া তার উপহার। এই গানটির মধ্যে একদিকে যেমন যে সমস্ত তৃণমূল নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাদের আক্রমণ করেছেন তার পাশাপাশি আবার মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের প্রশংসাকেও তিনি তুলে ধরেছেন এই গানের মধ্যে। (Madan Mitra Valentines Day song to all Bengali people)

দলত্যাগী সমস্ত নেতাদের তিনি কুমড়ো এবং মুলো সবজির সঙ্গে তুলনা দিয়েছেন। একটি কুমড়ো হাতে নিয়ে মদন মিত্র বললেন যে,” বাইরেটা সবুজ হলেও ভেতরটা কিন্তু গেরুয়া, বাজারে বিক্রি হয়ে থাকে”। গানের সব লাইনগুলো ঠিক এই রকম ভাবেই তৈরি করা হয়েছে। (Madan Mitra Da bolen baire ta sobuj holeo vetor ta gerua)

গানটি ঠিক এরকম করে তৈরি করা হয়েছে যেখানে সুর করে বলা হয়েছে, কুমড়ো গুলো ফুলগুলো অনেক দামে বিক্রি হলো হলো । ভোটের এইরকম মরসুমে এই ধরনের একটি গান বাঃ বাঃ করছে তৃণমূলের সমস্ত কর্মীরা। এর পরের লাইন তিনি গাইলেন,” বাজার থেকে কুমড়ো কিনে দিবি বলে ভাবলেও লাভলী”।

সুতরাং গানের মাধ্যমে তিনি যে বিজেপিকে বেশ ভালোমতোই আক্রমণ করেছে তা বোঝাই যাচ্ছে। তার গানের অর্থ বোঝাতে তিনি বললেন যে,” সকলেই কুমড়ো কোটি কোটি টাকা দিয়ে কিনছে। নেতাদেরও কিনছে টাকা দিয়ে। সব খবর সবার কাছেই আছে”।

সেইজন্যে যে সমস্ত দলত্যাগী তৃণমূল নেতারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই আরো একটি লাইন তিনি গেয়ে বললেন “কোটি টাকার কুমড়ো গুলো, সঙ্গে কিছুটা ঢেঁড়স মুলো, আরে বেচবি বলে ভাবলি?, ওহ লাভলি”।

অমিত শাহ এবং মোদিকে গানের মাধ্যমে “কুমড়োর ঘ্যাট খা” বলে কটাক্ষ করেছেন মদন মিত্র। মদন মিত্র কটাক্ষ করে বলেন যে, “অমিত সহ নরেন্দ্র মোদি সকলের বাড়িতে যান, সব রকমের খাবার খান, কিন্তু কখনোই কুমড়ো খায়না”।

গানের মধ্যে দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য করে সুর দিযে বললেন,” নিজের কোনো রকম কোনো কাজ নেই সেই জন্যই এসব করে”। আপাতত এই ধরনের একটি রাজনৈতিক গান বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

TMC leader Madan Mitra sings oh lovely kumro song in rajniti maidan
রাজনীতি মহলে এবার সুর বাজাতে শুরু করলেন মদন মিত্র – Oh Lovely Madan Mitra – Kumro Song