খবররাজনীতিরাজ্যসর্বশেষ

শুভেন্দুকে বিদ্রুপ করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান

সামনেই বিধানসভা ভোট এবং তাঁর সম্মুখে একে একে তৃণমূলের দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে একাধিক নেতা। তৃণমূলের একাধিক নেতা দল ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপিতে। এতদিন পর্যন্ত শুভেন্দুকে নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে ছিল নানা রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রিত্ব পদে ইস্তফা দেওয়ার পরেই প্রশ্ন একটাই ছিল যে কোন দলের শুভেন্দু অধিকারী অবশেষে যোগ দিতে চলেছেন। (West Bengal Election 2021 : TMC MP Nusrat Jahan slams BJP leader Suvendu Adhikari)

অবশেষে সমস্ত রকম প্রশ্নের উত্তর বেরিয়ে আসলো শুভেন্দু অধিকারী যোগ দিলো বিজেপিতে। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। শনিবার রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ এবং মেদিনীপুরের একটি কলেজের মাঠে বিজেপির অনুষ্ঠিত করার সভাতে যোগদান দিয়েছিলেন সকলে, এর পরেই এই সভাতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করে।

তৃণমূল দল থেকে এক এক করে নেতারা যেভাবে বিজেপিতে যোগদান করছেন সেটা নিয়েই অন্যান্য মানুষদের মধ্যে যথেষ্ট অস্বস্তির সৃষ্টি করলেও নুসরতের কাছে এটি অস্বস্তির ব্যাপার একদমই নয় বলে তিনি বলেছেন। নুসরত জাহান বলেন যে,” বাংলার মানুষেরা সবাই মমতা ব্যানার্জির উপরই ভরসা রাখেন”।

শনিবার এবিপি আনন্দে নুসরতের একটি সাক্ষাৎকার নেয়া হয় যেখানে তিনি বলেন যে,” ঝড় আসলে জাহাজ ফিরিয়ে নেওয়ার মতো মানসিকতা আমার নেই। সমস্ত মানুষরা রাতারাতি দল পাল্টে ফেলে সেই সব মানুষদের কড়া জবাব দেওয়াটাই দরকার। হঠাৎ করে বিধানসভা ভোট হওয়ার চার মাস আগেই শুভেন্দু অধিকারী এই রকম করল কেন সেটা সকলেই জানে”।

“যে সমস্ত তৃণমূল নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাদের তৃণমূলের প্রতি মন্তব্য যে,” দলের মধ্যে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না এই কথাটি পাল্টা জবাব দিয়ে বলেন যে, বিধানসভা ভোট আসার আর চার মাস বাকি এই চার মাসের আগেই হঠাৎ করে এই সমস্ত মানুষদের কাজ করার স্বাধীনতা চলে গেল? তাহলে দশ বছর ধরে তাদের কি কোন সমস্যা হচ্ছিল না? মানুষের জন্য কাজ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন সমস্যা নেই, কিন্তু যে সমস্ত মানুষের শুধুমাত্র নিজের লাভের কথা ভাবে তাদের তো এইরকমই হওয়ার কথা। দিদি এই সবই বুঝতে পারছেন”।

শুভেন্দু অধিকারী কে মন্তব্য না করে বললেন যে, দলের যে সমস্ত পুরনো নেতারা থাকেন তারা অভিজ্ঞতা অর্জন করেন এবং নতুন যে সমস্ত প্রজন্ম দলে আসে তারা নতুন কৌশল প্রাপ্তি করে। সমস্যা খুঁজলে অনেক সমস্যা পাওয়া যাবে কিন্তু সমস্যার না খুজে সেই সমস্যাটা কি সমাধান করা উচিত। তিনি আরো বলেন যে, বাংলার মানুষেরা দিদির ওপর ভরসা করেন সিপিএমের হাত থেকে যেমন মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে বাঁচিয়েছিলেন। কৃষকদের পাশে তিনি কৃষকদের জন্য লড়াই করে যাচ্ছেন। মানুষ জানে যে দিদি তাদের জন্য কি করছে ভাই এটাই সকলের মনে রাখবে”।

TMC MP Nusrat Jahan slams BJP leader Suvendu Adhikari
শুভেন্দুকে বিদ্রুপ করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Source : Google)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।