খবররাজনীতিরাজ্যসর্বশেষ

কি কারনে নরেন্দ্র মোদীকে রক্তমাখা চিঠি পাঠালো তৃণমূল ? – West Bengal Election 2021

দিন যতই যাচ্ছে ভোট নিয়ে রাজ্য রাজনীতি সহ সারাদেশ তোলপাড় হচ্ছে, ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। কে কোন বিধানসভায় কার প্রতিপক্ষে দাঁড়াচ্ছেন সেগুলো সবাই জেনে গেছে অর্থাৎ যুদ্ধ ক্ষেত্র তৈরি হয়ে গেছে প্রতীক্ষা শুধু ইভিএমের দিকে সমস্ত প্রার্থীরা তাকিয়ে আছে, মানুষের দিকে আপামর জনতা জনার্দন যারা সিদ্ধান্ত নেবেন ২০২১ এর বিধানসভা তারা কাকে দেখতে চাইছেন। (West Bengal Election 2021 : TMCP sends a blood written letter to PM Modi)

তবে তৃণমূল ছাত্র পরিষদ টি এম সি পি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে নিজের রক্ত দিয়ে চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছে এবং স্লোগান তুলেছে রক্ত দেবো মাটি দেবো না, তারা আরো শপথ নিলেন যে, এবারের একুশের বিধানসভা ভোটে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমন ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার ইন্দাস। (keno Modi ke rokto makha chithi pathalo Trinomul)

এবারে প্রার্থী তালিকায় বেশিরভাগই তৃণমূলের ঘাসফুলে দেখা গেল তারকার ঝলক, যার ফলে হেভিওয়েট তৃণমূলের বিধায়করা পর্যন্ত টিকিট পায়নি, যার ফলে ক্ষোভ ফেটে বেরোচ্ছে, এবছরের একুশের বিধানসভার বাঁকুড়া জেলায় প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৃণমূলের বিদায় বিধায়ক শম্পা দরিপা তাকে বহিরাগত বলে আরোপ করেন।

তিনি আরো বলেন যে, এই বাংলা তার নিজের মেয়েকে চায় ,কিন্তু যে সদ্য দুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি তো কিছুই জানেন না, বন্দেমাতারাম জীবনে কোনদিন বলেননি, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলেননি, মানুষের সঙ্গে মেশেননি মানুষের দুঃখ-কষ্ট বোঝেননি, তারা কিভাবে মানুষের হয়ে কাজ করতে পারবে ?তার জন্য গতকাল সন্ধ্যায় বহিরাগতকে প্রার্থী করার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিধায়ক অনুগামীরা।

কিন্তু আবার ইন্দাস আর এক অন্য ছবিও ধরা পড়ল, ইন্দাস কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন রুণু মেট। এদিন সকালে ছাত্র পরিষদের সদস্যরা বাজার এলাকায় পথসভা করে ইন্দাস সুপার মার্কেটের সামনে এবং সেই সভা চলাকালীন হাতে পিন ফুটিয়ে রক্ত বের করে শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা এবং সাদা বোর্ডের উপর স্লোগান লেখেন রক্ত দেবো মাটি দিবো না।

তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলা সভাপতি তীর্থঙ্কর অবশ্য তার বক্তব্যে বলেন প্রয়োজনে তারা আরো রক্ত নিতে রাজি আছেন, কিন্তু বাংলার মাটি কোন সাম্প্রদায়িক শক্তিকে ছেড়ে তারা দেবেন না তারা। সেই উদ্দেশ্যেই সেই বার্তা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে লেখা খোলা চিঠি পাঠানো হলো সবকিছু মিলিয়ে বিশ্ববাংলা রাজনীতি সরগরম হয়ে চলেছে। (biswa bangla rajniti sor gorom)

tmcp sends a blood written letter to pm modi
“মাটি দেবো না, দরকার পড়লে রক্ত দেবো,” – মোদীকে রক্ত দিয়ে চিঠি তৃণমূলের