আগামীকালের আবহাওয়া। 1 নভেম্বর 2020. Tomorrow Weather Update West Bengal
আজ 31 শে অক্টোবর 2020 অর্থাৎ অক্টোবর মাসের শেষ দিন। আমি আপনাদেরকে আগামীকালের আবহাওয়া অর্থাৎ পয়লা ১ নভেম্বর রবিবার এর আবহাওয়ার পূর্বাভাস দিতে চলেছি। আলিপুর আবহাওয়া দপ্তর এর মত অনুসারে, আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা 80%. আগামীকাল সূর্যের তীব্রতা কম অনুভূত হবে (Tomorrow weather khobor update- 1 November, Sunday, 2020 । Alipore Weather Forecast। agamikal abhawa kemon hobe ? Check out the predictions of Temperature, Humidity, wind velocity, precipitation rain chances etc of tomorrow in Kolkata, West Bengal.)
আগামীকালের আবহাওয়ার খবর আপডেট : কালকে সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে যথাক্রমে 30 ডিগ্রী সেলসিয়াস এবং 24 ডিগ্রী সেলসিয়াস । আদ্রতা থাকবে 84 %। বৃষ্টিপাতের সম্ভাবনা 80 শতাংশ। বাতাসের গতিবেগ হবে (3-10) কিমি/ঘন্টা। আমি নিচে একটি টেবিল এর মাধ্যমে বাকিটা দিয়ে দিয়েছি। (Maximum and minimum temperature will be 30 degree C and 24 degree C respectively. Humidity- 84%. There is a huge chance of rainfall. Tomorrow Weather Update, Kolkata, West Bengal)
বৃষ্টিপাতের সম্ভাবনা : আগামীকাল পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিন ধরেই বৃষ্টিপাত হতে পারে। সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা 40%. এরপর বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেড়ে যাবে এবং তা গিয়ে 80% দাঁড়াতে পারে। গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 4.1 মিলিমিটার।
1. তাপমাত্রা | সর্বাধিক 30 ডিগ্রী সি | সর্বনিম্ন 24 ডিগ্রী সি |
2. আদ্রতা | 84% | |
3. বাতাস | (3-10) কিমি/ঘন্টা | |
4. সূর্য | সূর্যোদয় : 5:41 am | সূর্যাস্ত: 4:58 pm |
