অক্টোবরের তিন দিন যানচলাচল বন্ধ, জানানো হলো শিয়ালদহ উড়ালপুলের বিকল্প পথ
অক্টোবর মাসের ২, ৩ ও ৪ তারিখ শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকবে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে এই তিনদিন। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর জন্য ছুটি, ৩ ও ৪ অক্টোবর শনি-রবিবার থাকায় এই দিনগুলোকে বেছে নেওয়া হয়েছে উড়ালপুল বন্ধ রাখার জন্য। এর ফলে শহরবাসী ভোগান্তি কিছুটা হলেও কম হবে (365 Reporter Bangla Traffic News : Traffic closed for three days in October)।
শিয়ালদা উড়ালপুল বন্ধ থাকলেও বিকল্প কোন পথ থেকে যানবাহন চলাচল করবে তা জানিয়ে দেওয়া হয়েছে (Alternative route to the Sealdah flyover announced)। শিয়ালদা স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে মেট্রোর কাজ চলছে। এবার ব্রিজের নিচ থেকে লাইন পাতার কাজ শুরু হবে। গতবছর বউবাজারে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার মতো কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য এই পদক্ষেপ।

ট্রাফিক অ্যাডভাইজারির তরফে বিকল্প রুটের কথা জানানো হয়েছে। মেট্রোর কাজের জন্য ২ অক্টোবর সকাল ছয়টা থেকে ৫ অক্টোবর সকাল ছয়টা পর্যন্ত শিয়ালদা উড়ালপুলের এমজি রোড এবং বেলেঘাটা রোডের অংশ বন্ধ থাকবে। এই পথের ট্রামরুটগুলিও বন্ধ রাখা হচ্ছে। দক্ষিণ কলকাতা থেকে এজিসি বোস রোড হয়ে শিয়ালদা স্টেশনের দিকে যে যানবাহন গুলি আসে সেই রাস্তার যানচলাচল একই থাকছে।
তবে উত্তর কলকাতা থেকে এপিসি রোড হয়ে আসা গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে রাজাবাজার ক্রসিং থেকে নারকেলডাঙ্গা মেন রোড, ফুলবাগান ক্রসিং, আর এল মিত্র রোড, বেলেঘাটা মেনরোড হয়ে শিয়ালদহ স্টেশনের কমপ্লেক্সে ঢুকবে। রাজাবাজার বাস-মিনিবাস টার্মিনাসে (Raja bazar Bus Terminus) থাকা বাসগুলির এনআরএসের সামনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
পূর্বমুখী বাস-মিনিবাস টার্মিনাসের বাসগুলি রাজাবাজার ট্রাম ডিপোয় সাময়িকভাবে রাখা হবে। পূর্বমুখী বাস-মিনিবাসের টার্মিনাসগুলিকে এপিসি রোড, নারকেলডাঙ্গা মেইন রোড দিয়ে ঘুরিয়ে গন্তব্যের দিকে পাঠানো হবে। এইরুট থেকেই যাতায়াত চলবে এপিসি রোড থেকে আসা দক্ষিণ কলকাতা যাওয়ার বাসগুলি মানিকতলা থেকে বিবেকানন্দ রোড ধরে ঘুরিয়ে দেওয়া হবে। এজেসি বোস রোড দিয়ে যাওয়া উত্তরমুখী বাসগুলোকে মৌলালি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, সিআর অ্যাভেনিউ, কলুটোলা স্ট্রিট, বিবেকানন্দ রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আমহার্স্ট স্ট্রীট, বিবি গাঙ্গুলি স্ট্রীট এই রাস্তাগুলিতে ওয়ান ওয়ে গাড়ি চলাচল করবে ।