কলকাতারাজনীতিরাজ্যসর্বশেষ

বিনা অনুমতিতে মদন মিত্রের ভিডিও করে গ্রেপ্তার দুই বিজেপি কর্মী সহ ৩

কথা বলার অছিলায় তৃণমূল নেতা মদন মিত্রের ভিডিওগ্রাফি করায় গ্রেফতার করা হল ২ বিজেপি কর্মীসহ তিনজনকে (2 BJp worker and another person are arrested for making a video of TMC Leader Madan Mitra)। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতদের রাজনৈতিক পরিচয় জানা গেলেও, কি কারনে কি উদ্দেশ্যে নিয়ে তারা তৃণমূল নেতা মদন মিত্রের ভিডিও তুলছিলেন তা জানা সম্ভব হয় নি।

বালিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে এই তিন ব্যক্তিকে। তৃণমূল নেতা মদন মিত্রের দাবি, কথা বলতে চেয়ে বালিগঞ্জের অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার অফিসে মদন মিত্র সঙ্গে দেখা করতে আসেন ওই তিন ব্যক্তি।

তারপর‌ই কথা বলতে বলতে বিনা অনুমতিতে মোবাইলে মদন মিত্রের ভিডিওগ্রাফি করা শুরু করে ওই ব্যক্তিরা (Firstly, they are talking. After then, they are filming video of Mr. Mitra without any permission)। বিষয়টি নজরে আসে মদন মিত্রের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর। তিনি ওই ব‍্যক্তি‌দের বাধা দেন।

পরে তৃণমূল নেতা মদন মিত্রের করা অভিযোগের ভিত্তিতে বালিগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে ওই তিন ব্যক্তিকে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই তিন ব্যক্তি বেলঘড়িয়ার বাসিন্দা।

প্রিয় পাঠকেরা, এই খবরটি আপনাদের কাছে কেমন লেগেছে ? তা অবশ্যই আমাদের জানান। রাজ্য তথা ভারতের সমস্ত ধরনের রাজনৈতিক খবর পড়ার জন্য 365 রিপোর্টার বাংলা বুকমার্ক করে রাখুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ওয়েব সাইটটি ভিজিট করার জন্য।