দেশসর্বশেষ

গ্লাইডার দুর্ঘটনায় নিহত ভারতের নৌবাহিনীর ২ অফিসার, প্রশ্ন উঠছে দুর্ঘটনা নিয়ে

ভারতীয় নৌসেনার ২ অফিসারের মৃত্যু হল গ্লাইডার দুর্ঘটনার জেরে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লেফটেন্যান্ট রাজীব ঝাঁ এবং পেটি অফিসার সুনীল কুমার (Lieutenant Rajeev Jha and Petty Officer Sunil Kumar passed away due to glider accident near Thoppumpady bridge, Kochi, Kerala)। নৌসেনার বেস ক্যাম্পের পাশে থোপ্পুমপাডি ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে (Two officers of the Indian Navy killed in a glider accident in Kerala; questions raised. )।

kerala glider accident
কেরালা গ্লাইডার অ্যাক্সিডেন্ট

যে পাওয়ার গ্লাইডারটি ভেঙে পড়েছে তা আকাশে উড়েছিল আইএনএস গরুড় থেকে। ইতিমধ্যেই তদন্তের আদেশ দেওয়া হয়েছে দক্ষিণ নেভাল কমান্ড বোর্ডের তরফে। শনিবার কর্নাটকে কারবাড়ে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মৃত্যু হয় এক আধিকারিকের। তবে ভাগ্যবশত ওই ব্যক্তির প্রশিক্ষক প্রাণে রক্ষা পান।

সূত্রের খবর সমুদ্র উপকূলে প্যারাগ্লাইডিং-এর প্রশিক্ষণ চলছিল। আধিকারিক এবং প্রশিক্ষক দুজনেই উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে প্যারাগ্লাইডিং-এর সময় গ্লাইডার সমুদ্রে ভেঙে পড়ে বিপত্তি ঘটে।

প্রসঙ্গত উল্লেখ করা যায় লাদাখে চিন-ভারত সংঘাতের আবহে সেনাবাহিনী বাড়তি সর্তকতা মেনে চলছে। এই সময় এরকম দুর্ঘটনা প্রশ্ন তুলছে বিভিন্ন মহলে।