দেশবিদেশসর্বশেষ

৪২ বছর আগে হারিয়ে যাওয়া রাম-সীতা-লক্ষণের মূর্তি ভারতকে ফেরালো ব্রিটেন

পঞ্চদশ শতকের রাম সীতা লক্ষণের মূর্তি হারিয়ে গিয়েছিল আজ থেকে প্রায় ৪২ বছর আগে। সেই রাম সীতা লক্ষণের মূর্তি উদ্ধার হল ব্রিটেনে। ভারত সরকারের হাতে সেই মূর্তি তুলে দিল ব্রিটেন (UK returns Lord Rama, Sita, Lakshman idols to India)। ১৯৭৮ সালের তামিলনাড়ুর নামের একটি বিষ্ণুমন্দির থেকে চুরি হয়ে গিয়েছিল এই ঐতিহ্যশালী মহামূল্যবান মূর্তিগুলি।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে এই মূর্তি গুলির মূল্য অপরিসীম। উদ্ধার হওয়া এই মূর্তিগুলি ভারতের বিজয়নগর সাম্রাজ্যের আমলের। পঞ্চদশ শতকে তৈরি হয়েছিল এগুলি। সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখেনা ভারতের ইতিহাসে কতখানি ঐতিহ্যশালী এই মূর্তি। সম্প্রতি ভারতীয় দূতাবাসে এই মূর্তি গুলির খবর মেলে‌। তাদের তরফে ব্যবস্থা নেওয়া হলে লন্ডন পুলিশের সাহায্য নিয়ে উদ্ধার করা হয়েছে মূর্তিগুলি।

উদ্ধারের পর জানা যায় তামিলনাড়ুর মন্দির থেকে চুরি হওয়ার পর মূর্তিগুলি জলপথে পাচার করা হয়েছিল। এই ঐতিহ্যপূর্ণ মূর্তি‌গুলি উদ্ধারের পাশাপাশি আরও বেশকিছু মূর্তি উদ্ধার করা হয়েছে। নবম শতাব্দীর প্রতিহার বংশের একটি শিব মূর্তি চুরি হয়ে যায় রাজস্থানের মন্দির থেকে। সময় তখন ১৯৯৮। গতকাল রাজস্থান সরকারকে ফিরিয়ে দেওয়া হয়েছে সেই মূর্তি।

লন্ডনের এক মূর্তি সংগ্রাহক বিভিন্ন মূর্তি সংগ্রহ করেন। তার কাছেই খোঁজ মেলে এই মূর্তিগুলির। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বরেই মূর্তিগুলি যথাস্থানে ফিরিয়ে দেওয়ায় রাজ্যগুলি উচ্ছ্বসিত তাদের প্রাচীন ঐতিহ্য ফিরে পেয়ে।